২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে । ২০২৩ সালের রমজান মাস । romjaner amol bangla by Dini Amol
Автор: Dini Amol
Загружено: 2023-03-23
Просмотров: 2533
Описание:
২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে । ২০২৩ সালের রমজান মাস । romjaner amol bangla #Dini_Amol
রোজা শুরু ২৪ মার্চ-
সৌদি আরবে মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় পবিত্র রজমান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে, দেশটিতে ২২ মার্চ (বুধবার) হবে শাবান মাসের শেষদিন এবং রমজান মাস শুরু হবে আগামী ২৩ মার্চ (বৃহস্পতিবার) ।
বাংলাদেশে রোজা শুরু ২৪ মার্চ থেকে।
ইসলামী ক্যালেন্ডারে মাস হয় সাধারণত ২৯ অথবা ৩০ দিনে। মাসের শুরু ও শেষ নির্ভর করে চাঁদ দেখার ওপর। এ জন্য অন্য মাসগুলোর মতো প্রতি বছর রমজানের শুরুর দিনও পূর্বনির্ধারিত হয় না।
তারাবিহ নামাজের ফজিলতঃ
তারাবিহ নামাজ গুনাহ মাফের অন্যতম উপায়। রমজান মাসে তারাবিহ বা তাহাজ্জুদ নামাজ পড়লে বিগত জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। হাদিসে এসেছে-
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি রমজানে রাতে বিশ্বাসের সঙ্গে সওয়াবের আশায় দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।’ (বুখারি ও মুসলিম)
রোজা রাখার উপকারিতাঃ
আল্লাহ বলেন, ‘রমজান মাস, যে মাসে কুরআন নাজিল করা হয়েছে। যাতে রয়েছে মানুষের জন্য হেদায়েত। এ হেদায়েত সত্য মিথ্যা সুস্পষ্ট পার্থকারী। সুতরাং যারা এ মাসের সাক্ষাৎ পাবে তারা যেন রোজা পালন করে।’ (সুরা বাকারা : আয়াত ১৮৪)
রমজান মাসে রোজা পালন আল্লাহর তাআলা হুকুম। বিশেষ অক্ষমতা কিংবা অপারগতা ছাড়া রোজা ছেড়ে দিলে গুনাহ হবে। হাদিসে পাকে এসেছে-
‘বিশেষ কোনো ওজর ছাড়া যে ব্যক্তি রমজানের একটি রোজাও ভেঙে ফেলে, সে সারা জীবনও যদি রোজা রাখে তবুও রমজানের ওই রোজার হক আদায় হবে না। সে আল্লাহর সামনে এমনভাবে হাজির হবে যে, আল্লাহ চাইলে ক্ষমা করবেন বা শাস্তি দেবেন।’ (তাবারানি)
মহান আল্লাহ্ আমাদের সকলকে আজ থেকে রোজা রাখার তাওফিক দিন । রমজানের সকল হক আদায় করার তাওফিক দিন । আমিন ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: