ঈশা খাঁর পুত্র মুসা খানের সমাধি ও মসজিদের ইতিহাস। History of Musa Khan Tomb and Mosque।
Автор: Mizan The History Teller
Загружено: 2022-11-01
Просмотров: 789
Описание:
মুসা খানের সমাধি ও মসজিদের ইতিহাস। বারো ভূইয়াদের অন্যতম মসনদ-ই-আলা ঈশা খাঁর পুত্র মুসা খান বাংলার ভাটি অঞ্চলের একজন অত্যন্ত প্রতাপশালী অধিপতি ছিলেন। আজ থেকে প্রায় ৪০০ বছর পূর্বে ১৬২৩ সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পিছনে সমাহিত করা হয়। তিনি ১৫৯৯ খ্রিস্টাব্দে পিতা ঈসা খানের মৃত্যুর পর সোনারগাঁয়ের মসনদে অধিষ্ঠিত হন। পিতার নিকট থেকে উত্তরাধিকার সূত্রে তিনি লাভ করেন এক বিশাল রাজ্য। এ রাজ্য বর্তমান বৃহত্তর ঢাকা ও কুমিল্লা জেলার প্রায় অর্ধেক, প্রায় গোটা বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং সম্ভবত বৃহত্তর রংপুর, বগুড়া ও পাবনা জেলার অংশ বিশেষ জুড়ে বিস্তৃত ছিল। তিনি মোঘল আগ্রাসনের বিরুদ্ধে তাঁর পিতার অবিরাম প্রতিরোধ ও সংঘর্ষের নীতি অব্যাহত রাখেন এবং ভাটি অঞ্চলে স্বীয় আধিপত্য অক্ষুণ্ণ রাখার জন্য মোঘলদের বিরুদ্ধে প্রকাশ্য সংগ্রাম পরিচালনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এর জিওলোজী বিভাগের সামনে এই বিক্রমশালী বীরের একেবারে সাদামাটা জৌলুসহীন সমাধিস্থল, একেবারে অযত্নে অবহেলায় পড়ে আছে, এমনকি যেখানে তার কোন নামফলকও নেই। অনেকে জানেনই না এটা বাংলার ভাটি অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী অধিপতির সমাধি। তার সমাধিস্থলের ঠিক পাশে তার আমলে নির্মিত একটি মসজিদ রয়েছে যার নাম মুসা খান মসজিদ। যা বাংলার ইতিহাসের এক অন্যতম উজ্জ্বল সাক্ষী হয়ে এখনো টিকে আছে। History of Musa Khan Mosque and Tomb। Mizan The History Teller.
If need plz contact with us though email : mizansumoninfo@gmail.
Music Credit:
Song: Quicksand
Album: Ancient arabian Music
#mizanthehistoryteller #mizan #musakhan #musakhan_tomb #musakhan_mosque
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: