Nijhum Dwip Tour || নিঝুমদ্বীপ - হাতিয়া, মনপুরা ও চরফ্যাশন - ভোলা ভ্রমণ।
Автор: Mohammad Soweb
Загружено: 2021-11-14
Просмотров: 2170
Описание:
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার একটি বিচ্ছিন্ন দ্বীপ। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির সান্নিধ্য পেতে সম্প্রতি কালে ভ্রমণ পিপাসুদের পছন্দের যায়গা হয়ে উঠছে এই দ্বীপ। সবুজে ভরা ম্যনগ্রোভ বন যাতে খেলা করে হরিনের দল, খাল, নদী, বীচ সব মিলিয়ে যেন একটুকরো সুন্দরবন!
৪ জোড়া হরিণ বনবিভাগ দ্বীপের জঙ্গলে ছাড়ে এবং ১৯৯৬ সালের হরিণশুমারি অনুযায়ী হরিণের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২ হাজারে। প্রায় ২ কোটি ৪৩ লক্ষ বৃক্ষরোপন করা হয়। শীতের শুরুতে অগণিত অতিথি পাখির অভয়ারণ্যে পরিণত হয় এ দ্বীপ। সরকার ২০০১ সালে নিঝুম দ্বীপকে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি দেয়।
কিভাবে যাবেনঃ
ঢাকা থেকে লঞ্চে যেতে পারেন হাতিয়া (এমভি তাসরিফ) অথবা নয়াখালীহয়ে চোরম্যান ঘাট টু নলচিরা ট্রলারে যেতে পারেন। যেভাবেই হাতিয়া আসেন সেখান থেকে সবচেয়ে ভালো মটর বাইকে জাহাজমারা ঘাট থেকে ১৫ মি. নদী পার হয়ে বন্দরটিলা থেকে আবার মটর বাইকে নামাবাজার, যেখানে থাকার হোটেল বা রিসোর্ট রয়েছে।মোটামুটি৩০০০/- মধ্যে ঢাকা থেকে নিঝুম দ্বীপ ঘুরে আসা যায়।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: