জমি বন্ধক বা গিরভী রাখা জায়েজ কি না। তোফায়েল আহমেদ জাবেরী।
Автор: Islamic Home
Загружено: 2025-07-10
Просмотров: 215
Описание:
ইসলামী দৃষ্টিকোণ থেকে জমি বন্ধক রাখা:
ইসলামে নির্দিষ্ট শর্ত ও সীমার মধ্যে রেখে জমি বা সম্পত্তি বন্ধক রাখা (রাহন) জায়েজ। কুরআন ও হাদীস থেকে এ বিষয়ে প্রমাণ পাওয়া যায়। তবে এর কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, যেমন:
1. সুদ/রিবা যেন না থাকে: জমি বন্ধকের বিনিময়ে কোনো অতিরিক্ত অর্থ বা সুদ গ্রহণ করা হারাম।
2. জমি ব্যবহার ও মালিকানা: বন্ধকগ্রহীতা (যিনি বন্ধক রাখছেন) জমিটি ব্যবহার করতে পারবেন না, যতক্ষণ না এটি স্পষ্টভাবে চুক্তিতে উল্লেখ থাকে।
3. চুক্তি স্বচ্ছ হওয়া: বন্ধকের চুক্তি দ্ব্যর্থহীন ও নির্দিষ্ট হতে হবে।
🔹 আধুনিক ব্যাংকিং ও জমি বন্ধক:
ব্যাংক থেকে ঋণ নিয়ে জমি বন্ধক রাখলে যদি সুদ লেনদেনের বিষয় জড়িত থাকে, তবে তা হারাম। তবে কোনো ব্যক্তি বা ইসলামি ব্যাংকের সঙ্গে চুক্তিভিত্তিক ও সুদমুক্ত পদ্ধতিতে জমি বন্ধক রাখা যেতে পারে।
📌
শরীয়তের নিয়ম অনুসরণ করে, সুদমুক্ত ও অন্যায়হীনভাবে জমি বন্ধক রাখা জায়েজ। তবে প্রতিটি ক্ষেত্রে ইসলামী স্কলারদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উত্তম।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: