কোথাও পেলেম এক ঠিকানা, পঞ্চাশ বছর পার সম্পর্ক টিকে থাকে সমান সম্মান, সহমর্মিতা ও ভালোবাসায়।
Автор: Babuiyaa (বাবুইয়া)
Загружено: 2025-11-29
Просмотров: 3
Описание:
কোথাও পেলেম এক ঠিকানা, পঞ্চাশ বছর পার,
বৃদ্ধা বলেন, শান্তিতে ঘর, রহস্যটি কার?
সাংবাদিক জিগ্যেসে তারে, কী সেই গোপন কথা?
স্বামীর সনে সফল জীবন, কীসের সফলতা?
ভালো রান্না, রূপের শোভা, নয় তো বেশি ধন,
বৃদ্ধা হাসে, আসল কথা শুনুন মহাজন।
ঘরকে যে জন স্বর্গ করে, সে তো একই নারী,
ইচ্ছে হলে সে-ই বানায়, দুঃখের কারাগারি।
কখন স্বামী পাগলের মত, ভালোবাসে তারে?
যখন নারী নীরব থাকে, রাগের অন্ধকারে।
শান্ত থেকে সায় দিয়ে যায়, বিনয় দিয়ে মোড়া,
সে-ই তো বধূ, সে-ই জীবন, ভালোবাসার জোড়া।
স্বামী যখন ক্রোধে কাঁপে, বকাঝকা করে,
মাথা নেড়েছি, সায় দিয়েছি, সম্মান ভরে।
বিদ্রুপ নিয়ে চুপটি থাকা, ওগো নয় তো কাজ,
পুরুষ বোঝে সবই বোঝে, থাকে যেন লাজ।
ঘর ছেড়ে তো যাইনি কভু, রাগ হয়েছে ভারি,
শান্ত হলে জিগ্যেসেছি, "এবার যেতে পারি?"
চলে গেছি, কাজে মেতেছি, সে তো ক্লান্ত খুব,
নীরবতাতেই ডুবেছিল, সব রাগেরই ধূপ।
কখন স্বামী পাগলের মত, ভালোবাসে তারে?
যখন নারী নীরব থাকে, রাগের অন্ধকারে।
শান্ত থেকে সায় দিয়ে যায়, বিনয় দিয়ে মোড়া,
সে-ই তো বধূ, সে-ই জীবন, ভালোবাসার জোড়া।
দেবী! করো না কখনো, অভিমানের খেলা,
একা থাকার অভ্যাস হলে, সব হবে যে ভেলা।
দুই ঘণ্টা পরেতে যাই, দুধ কিম্বা চা-টি,
"খেয়ে নিন, খুব ক্লান্ত আপনি," বলি নরম খাঁটি।
জিজ্ঞাসে, "রাগ করেছো?" বলি, "না গো, কিসের?"
দুঃখ প্রকাশ করে সে, ভালোবাসার নিশ্বাসের।
শান্ত কথার সত্য সে, রাগের কথা নয়,
স্বামীর খুশি, স্বামীর সাথে, আমার ব্যক্তিত্ব রয়।
যার কাছে সব আবরণ খুলেছি, আর কিসের দ্বিধা,
প্রেমের মাঝে ব্যক্তিত্ব নয়, শুধু ভালোবাসা খোঁজা।
❤ সম্পর্ক টিকে থাকে দুইজনের সমান সম্মান, সহমর্মিতা ও ভালোবাসায়। দাম্পত্য জীবনের নরম আবেগ, বোঝাপড়া, ধৈর্য ও সম্পর্কের সৌন্দর্যকে তুলে ধরে।
পঞ্চাশ বছরের বিবাহিত জীবনের অভিজ্ঞতা থেকে এক বৃদ্ধা জানান—একটি সুখী দাম্পত্য গড়ে ওঠে ভালোবাসা, সম্মান, ধৈর্য ও পারস্পরিক বুঝাপড়ার ওপর।
✨ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
✨ সাবস্ক্রাইব করুন আরও সুন্দর লেখা, কাব্য ও গল্প পাওয়ার জন্য।
#BanglaKobita #BanglaPoetry #RelationshipPoem #LoveAndRespect #FamilyBond #DampottoJibon #EmotionalPoem #BanglaLiterature #KobitaVideo #StoryPoem #lifelessonsintamil
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: