হি ভিক্কু গান । বন ভান্তের দেশনা
Автор: Sodhormo
Загружено: 2024-01-11
Просмотров: 84
Описание:
ধর্মবোধ অর্জনে ভাষার গুরুত্ব অপরিসীম। কেহ যদি ধর্মজ্ঞান লাভ করেন তা’ প্রকাশ করার মাধ্যম একমাত্র ভাষাই, সে ভাষা মৌখিক হোক অথবা লিখিতই হোক, বুদ্ধের সমকালে ত্রিপিটক গ্রন্থের জন্ম না হলেও মুখের ভাষাই ছিল জীবন্ত। তখনকার দিনে অন্যের কাছ থেকে শ্রবণ করেই অসংখ্য নরনারী ধর্ম্ম দর্শন লাভ করেছেন।
শ্রদ্ধেয় বন ভন্তের বাণী এবং বন ভন্তে ও বন বিহার সম্পর্কিত নিদর্শন সমূহসংরক্ষণের প্রয়োজনীয়তা অনেকদিন ধরে অনুভব করছিলাম। বন ভন্তের ন্যায় জ্ঞানী ব্যক্তির সংস্পর্শে আসা আমাদের অত্যন্ত সৌভ্যগ্য। এখন থেকে বন ভন্তে সম্পর্কিত তথ্য সমূহের সঠিক সংরক্ষণের ব্যবস্থা করতে না পারলে ভবিষ্যৎ বংশধরদের প্রতি আমাদের অন্যায় করা হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: