রোজা ভঙ্গের সাতটি কারণ ।
Автор: ইসলামের পথ
Загружено: 2025-03-02
Просмотров: 261
Описание:
রোজা ভঙ্গের কারণসমূহ
রোজা রাখার সময় কিছু নির্দিষ্ট কাজ করলে রোজা ভেঙে যায়। ইসলামী শরিয়াহ অনুযায়ী, প্রধান ৭টি কারণ রোজা নষ্ট করে—
1. সহবাস – স্বামী-স্ত্রীর ইচ্ছাকৃত মিলন করলে রোজা ভেঙে যাবে এবং কাফফারা দিতে হবে।
2. হস্তমৈথুন – ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটালে রোজা ভেঙে যায়, তবে কাফফারা নয়, শুধু কাজা করতে হয়।
3. পানাহার – ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া বা পান করলে রোজা নষ্ট হবে।
4. পানাহারের বিকল্প গ্রহণ – স্যালাইন বা ইনজেকশনের মাধ্যমে পুষ্টি গ্রহণ করলে রোজা ভেঙে যায়।
5. অতিরিক্ত রক্ত বের হওয়া – শিঙ্গা লাগানো বা অতিরিক্ত রক্তক্ষরণ হলে শরীর দুর্বল হলে রোজা নষ্ট হতে পারে।
6. ইচ্ছাকৃতভাবে বমি করা – নিজ থেকে চেষ্টা করে বমি করলে রোজা ভেঙে যায়।
7. মহিলাদের হায়েজ ও নিফাস – মাসিক শুরু হলে বা সন্তান জন্মের পর রক্তক্ষরণ হলে রোজা নষ্ট হয়।
বিশেষ নির্দেশনা:
ভুলবশত কিছু খেলে বা পান করলে রোজা ভাঙবে না।
অনিচ্ছাকৃত বমি হলে রোজা নষ্ট হবে না।
অসুস্থতার কারণে ইনজেকশন নিলে শরিয়াহর নির্দেশনা জানা উচিত।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: