বগুড়ায় সবজি চারার অন্যরকম মেলা//A different kind of vegetable fair in Bogura//Ar krishi Documentary
Автор: ar krishi documentary
Загружено: 2022-07-25
Просмотров: 4039
Описание:
শাজাহানপুর উপজেলার শাহনগরসহ আশপাশের গ্রামের এমনই ব্যতিক্রমী সবজি চারার ‘মেলা বসেছে’। এটি প্রচলিত কোনো মেলা নয়, এ গ্রামে বিশাল এলাকাজুড়ে ২৫০টি নার্সারি গড়ে উঠেছে। এসব নার্সারির মালিকরাই তাদের নার্সারিতে বিক্রি করছেন সবজির চারা। নার্সারিগুলোতে বগুড়া ছাড়াও অন্যান্য জেলা থেকে আসা কৃষক সবজি চারার ব্যাপারীদের সমাগম এতটাই বেড়েছে, যা মেলায় রূপ নিয়েছে। শাহ নগরসহ আশেপাশে গ্রামের নার্সারী মালিক শ্রমিকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন। কাক ডাকা ভোর থেকেই শুরু হয় ভ্যান, রিক্সা, মোটর সাইকেল, অটো টেম্পুর আনাগোনা। এ মৌসুমে ৬ কোটি টাকার চারা বেচাকেনা হতে পারে। প্রায় ৩৭ বছর আগে আমজাদ হোসেন নামের একজন কৃষক আধুনিক পদ্ধতিতে হাইব্রিড মরিচসহ বিভিন্ন জাতের সবজি চারা উৎপাদন শুরু করেন। তার দেখাদেখি অন্যরাও নার্সারী শুরু করেন। জনপ্রিয়তা বাড়তে থাকে শাহনগরের সবজি চারার। বর্তমানে শাহনগরসহ আশে পাশে ২৫০শ সবজি নার্সারী গড়ে উঠেছে।
#Bogura_krishi_seedling#agriculture#
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: