সৌদি আরবে শিল্পখাতে প্রবাসী ফি বাতিল | প্রবাসী শ্রমিকদের বড় স্বস্তি, DS TV BANGLA
Автор: Ds Tv Bangla
Загружено: 2025-12-20
Просмотров: 16
Описание:
শিল্প লাইসেন্সের আওতায় নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত প্রবাসী ফি বাতিল করেছে সৌদি আরব সরকার। কাউন্সিল অব ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্সের সুপারিশে বুধবার (১৭ ডিসেম্বর) যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, জাতীয় শিল্পখাতকে শক্তিশালী করা, শিল্প প্রতিষ্ঠানের স্থায়িত্ব নিশ্চিত করা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি যুবরাজের ভিশন অনুযায়ী শিল্পখাতকে আরও ক্ষমতায়নের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, প্রবাসী ফি বাতিলের ফলে সৌদি শিল্পখাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের আর্থিক চাপ কমবে। পাশাপাশি শিল্প খাতে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম আরও গতিশীল হবে, যা সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সৌদি আরব দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখীকরণের লক্ষ্যে কাজ করছে। এই পরিকল্পনায় শিল্পখাতকে অর্থনৈতিক বৈচিত্র্যকরণের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী বন্দর আল খোরায়েফ বলেন, শিল্প শ্রমিকদের জন্য প্রবাসী ফি বাতিলের মন্ত্রিপরিষদীয় সিদ্ধান্ত টেকসই শিল্প উন্নয়নের গতি আরও বাড়াবে। এ সিদ্ধান্তের জন্য তিনি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, এই উদ্যোগের ফলে সৌদি আরবে দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়বে এবং শিল্পখাতের দীর্ঘমেয়াদি সক্ষমতা ও বৈশ্বিক প্রতিযোগিতামূলক অবস্থান আরও সুদৃঢ় হবে।
#সৌদি_আরব
#প্রবাসী_খবর
#প্রবাসী_ফি_বাতিল
#সৌদি_শিল্পখাত
#সৌদি_ভিশন_২০৩০
#বাংলাদেশি_প্রবাসী
#SaudiArabia
#SaudiNews
#ExpatWorkers
#Vision2030
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: