আজ ২৯ শে শবে কদর । রমজান বিদায়ের আগে দোয়াটি ১ বার পড়লে সব গুনাহ মাফ হবে by Dini Amol
Автор: Dini Amol
Загружено: 2023-04-20
Просмотров: 5791
Описание:
আজ ২৯ শে শবে কদর । রমজান বিদায়ের আগে দোয়াটি ১ বার পড়লে সব গুনাহ মাফ হবে #Dini_Amol
গুনাহ মাফের দোয়া-
উম্মুল মুমিনিন মা আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘মুসলিম ব্যক্তির ওপর যেসব বিপদ-আপদ আসে— এর মাধ্যমে আল্লাহ তার পাপ দূর করে দেন। এমনকি যে কাঁটা তার শরীরে বিদ্ধ হয়— সেটার দ্বারাও। (বুখারি, হাদিস : ৫৬৪০)
তাই গুনাহ হয়ে গেলে তওবার নামাজ পড়া উচিত সবার। হাদিসে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে— দুই রাকাত সালাত আদায় করে; আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ ক্ষমা করে দেন।’ (তিরমিজি, হাদিস : ৩২৭৬)
তওবার নামাজের পর আল্লাহ তায়ালার কাছে গুনাহ মাফের দোয়া করতে হবে। কোরআনে বর্ণিত গুনাহ মাফের কিছু দোয়া হল-
উচ্চারণ : রব্বি ইন্নী যলামতু নাফসী ফাগফিরলী।
অর্থ : হে আমার রব, নিশ্চয় আমি আমার নফ্সের প্রতি যুল্ম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। (সূরা আল ক্বসাস, আয়াত, ১৬)
উচ্চারণ : রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর্ র-হিমীন।
অর্থ : হে আমাদের রব! আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু। (সূরা আল মু’মিনূন, আয়াত, ১১৮)
মহান আল্লাহ্ আমাদের সকলকে এই রাতে বেশি বেশি দোয়াগুলো পড়ার তাফিক দিন । আমিন ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: