জব্বারের বলি খেলার ১১৩ তম আসর ২০২২ সালের ২৪শে এপ্রিল.The 113th season Jabbar's Boli 24th April 2022
Автор: BBNews24
Загружено: 2024-04-29
Просмотров: 99
Описание:
জব্বারের বলি খেলার ১১৩ তম আসর ২০২২ সালের ২৪শে এপ্রিল
The 113th season of Jabbar's Sacrifice is on 24th April 2022
বলীখেলা, যা এক বিশেষ ধরনের কুস্তি খেলা। এই খেলায় অংশগ্রহণকারীদেরকে বলা হয় বলী। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তি ‘বলী খেলা’ নামে পরিচিত। চট্টগ্রামের লালদিঘী ময়দানে প্রতিবছরের ১২(বারঅ) বৈশাখে অনুষ্ঠিত হয় জব্বারের বলী খেলা। ১৯০৯ ( ঊন্নিশ্শ নয়) সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতার সূচনা করেন। তার মৃত্যুর পর এই প্রতিযোগিতা জব্বারের বলী খেলা নামে পরিচিতি লাভ করে। জব্বারের বলী খেলা একটি জনপ্রিয় ও ঐতিহ্যমন্ডিত প্রতিযোগিতা হিসেবে বিবেচিত। বলী খেলাকে কেন্দ্র করে লালদিঘী ময়দানের আশেপাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে বৈশাখী মেলার আয়োজন হয়। এটি বৃহত্তর চট্টগ্রাম এলাকার সবচেয়ে বৃহৎ বৈশাখী মেলা।
বলি খেলার ১১৩ (একশ তের) তম আসর উপলক্ষে ২০২২ (দুইহাজার বাইশ) সালের ২৪শে (চব্বিশে) এপ্রিল রোববার চট্টগ্রাম নগরীর লালদিঘির পাড়ে এই মেলা শুরু হয়। মেলার মূল আকর্ষণ বলি খেলা। আব্দুল জব্বারের বলি খেলার ১১৩ (একশ তের) তম আসর উপলক্ষে চট্টগ্রামে তিন দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। ইতোমধ্যে দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা মেলা প্রাঙ্গণে তাদের পাসরা সাজিয়ে বসেছেন। দর্শনার্থী ও ক্রেতাদের পদচারণায় মেলা প্রাঙ্গণ এখন মুখরিত।
২৫শে (পঁচিশে) এপ্রিল সোমবার ২০২২ (দুইহাজার বাইশ) সাল বিকেলে ৩টা (তিনটা) থেকে লালদীঘি সংলগ্ন জেলা পরিষদ মার্কেট চত্বরে ২০ (বিশ) ফুট দৈর্ঘ্য ও ২০ (বিশ) ফুট প্রস্থের বালুর মঞ্চে হাজারো মানুষের উপস্থিতিতে এই বলি খেলা শুরু হয় ।
ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার (একশ তের) তম আসরে কুমিল্লার শাহজালাল বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন চকরিয়ার জীবন বলি। এর আগে ১০৯ (একশ নয়)তম আসরে চ্যাম্পিয়ন ছিলেন।ফাইনালের শুরু থেকে দর্শকরা দুইভাগে বিভক্ত হয়ে জীবন ও শাহজালাল পক্ষে স্লোগান দিতে থাকেন। জীবন বেশ কয়েকবার শাহজালালকে ধরাশায়ী করার চেষ্টা করেও পারেননি।
শেষ মুহূর্তে পয়েন্ট ভিত্তিতে তারিকুল ইসলাম জীবনকে বিজয়ী ঘোষণা করেন খেলার রেফারি আব্দুল মালেক। বলীখেলাকে কেন্দ্র করে চলছে ৩ দিনের বৈশাখী মেলা।
গতবার শাহজালাল বলীর কাছে শিরোপা হাতছাড়া হওয়া জীবন এবার সেই শাহজালালকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ খুশি। চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। স্বপ্ন ছিল এই জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হবো। অবশেষে চ্যাম্পিয়ন হতে পেরে ভীষণ খুশি হয়েছি। এর আগে চ্যাম্পিয়ন হতে না পেরে শপথ নিয়েছিলাম। এবার জিতবই। আল্লাহ আমার দোয়া কবুল করেছে।
চট্টগ্রাম নগরীর বদরপাতির ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর লালদীঘি ময়দানে ১৩১৬ সনের ১২ বৈশাখ (১৯০৯ খ্রিস্টাব্দ) এই কুস্তি প্রতিযোগিতার সূচনা করেন। তার উদ্দেশ্য ছিল যুবকদের শারীরিকভাবে ফিট করে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য প্রস্তুত করা। আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা উদযাপন পরিষদের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলা গতকাল শুরু হয়েছে। চলবে আগামীকাল পর্যন্ত।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: