হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়া পাবে কারা…? । ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর।
Автор: English Grammar with AR
Загружено: 2018-04-29
Просмотров: 3247
Описание:
হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়া পাবে কারা…? । ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। শাইখ আহমাদুল্লাহ। এই ভিডিওতে বুখারী শরীফের একটি সহিহ হাদীস পাঠ করা হয়েছে, যেখানে সাত শ্রেণীর লোকের কথা বলা হয়েছে যারা আল্লাহর আরশের ছায়াতলে কিয়ামতের দিন জারগা পাবেন।
হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, সাত ব্যক্তিকে আল্লাহ কিয়ামত দিন তার আরশের ছায়াতলে আশ্রয় দিবেন, যেদিন তাঁর ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না। তারা হলোঃ
(১) ন্যায় পরায়ন শাসক।
(২) সেই যুবক যে আল্লাহ তা'য়ালার ইবাদতে জীবন অতিবাহিত করেছে।
(৩) ঐ ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগে আছে ।
(৪) ঐ দু'ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসেন এবং সেই মহব্বতের জন্যই তারা একত্রিত হন, কিংবা পরস্পর বিচ্ছিন্ন হয়েছে ।
(৫) ঐ ব্যক্তি যাকে কোন অভিজাত শ্রেনীর সুন্দরী মহিলা ব্যাভিচারের দিকে আহবান করে আর সে বলে, আমি আল্লাহকে ভয় করি।
(৬) ঐ ব্যক্তি যে কিছু দান করল এবং তা এতটা গোপনভাবে করল যে, তার বাম হাত জানতে পারল না তার ডান হাত কি দান করেছে এবং
(৭) ঐ ব্যক্তি যে নিভৃতে একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ দু’টো অশ্রুপাত করে।
আল্লাহ তায়ালা যেন আমাদের সকলকে এই সাত শ্রেণীর বান্দা হিসাবে কবুল করেন।। আমিন।।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: