কি করলে আপনি সারাদিন আল্লাহ তায়ালার হেফাজতে থাকবেন, শুনুন ও আমল করুন ইনশাআল্লাহ।
Автор: Md Saddam Hossain
Загружено: 2025-10-31
Просмотров: 1252
Описание:
তিন কুল (সূরা ইখলাস, ফালাক ও নাস) পাঠ করার অনেক ফজিলত রয়েছে, যেমন—সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া, পাপ মোচন হওয়া, এবং আল্লাহর রহমত লাভ করা। বিশেষ করে ফজর ও মাগরিবের পর তিনবার এবং ঘুমানোর আগে তিনবার এই সূরাগুলো পাঠ করা সুন্নত।
তিন কুল পাঠের ফজিলত
সব অনিষ্ট থেকে সুরক্ষা:
সকাল ও সন্ধ্যায় তিনবার তিন কুল পাঠ করলে আল্লাহ্ সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করেন।
অসুস্থতায় আরোগ্য লাভ:
অসুস্থতা অনুভব করলে তিন কুল পড়ে শরীরে ফুঁ দিলে আল্লাহ্ রোগমুক্তির ব্যবস্থা করেন।
পাপ মোচন:
প্রতি ফরজ সালাতের পর একবার করে তিন কুল পাঠ করলে অশেষ নেকি অর্জন করা যায়।
ঘুমের সময় সুরক্ষা:
রাতে ঘুমানোর আগে তিন কুল পাঠ করে হাতে ফুঁ দিয়ে সারা শরীরে হাত বোলালে ঘুমানোর সময় সুরক্ষা লাভ হয়।
শয়তানি প্রভাব থেকে রক্ষা:
জিন ও মানুষের বদনজর থেকে নিরাপদ থাকার জন্য এই সূরাগুলো পাঠ করা হয়।
কখন তিন কুল পাঠ করবেন:
ফজর ও মাগরিবের পর:
তিনবার করে।
জোহর, আসর ও ইশার পর:
একবার করে।
রাতে ঘুমানোর আগে:
তিনবার করে, এবং মুখে ফুঁ দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে নেওয়া।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: