অন্যায় দেখে প্রতিবাদ না করে ঝামেলা এড়িয়ে যান? ভিডিওটি আপনার জন্যই।
Автор: Aryan Ahammed
Загружено: 2025-11-25
Просмотров: 26
Описание:
সবসময় নিজেকে বাঁচিয়ে চলা…
অন্যের বিপদে চুপ থাকা…
অন্যায় দেখেও চোখ ফিরিয়ে নেয়া…
প্রতিবাদ করতে গিয়ে ঝামেলায় না জড়ানোর বিভিন্ন অজুহাত…
নিজের নিরাপত্তার কথা ভেবে মুখ বুজে থাকা...
এরকম মানসিকতার মানুষে ভরা চারপাশ।
আমাদের সমাজে কেউ অন্যায়ের শিকার হলে আশেপাশের মানুষ ভাবে
“এটা তো আমার সাথে হয়নি”,
“আমি কেন কথা বলে বিপদ ডেকে আনবো?”,
“আরও অনেকেই তো আছে, কেউ না কেউ বলবেই।”
ঠিক এই স্বার্থপর চিন্তাগুলোই দিনশেষে ভুক্তভোগীকে একা করে দেয়।
তার পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায় না।
এই মানসিকতার পরিবর্তন বোঝাতে একটা গল্প খুব প্রচলিত
এক শিক্ষক ক্লাসে ঢুকেই হুট করে এক নির্দোষ শিক্ষার্থীকে অন্যায়ভাবে বের করে দিলেন।
পুরো ক্লাস জানত মেয়েটি কোনো ভুল করেনি, তবুও কেউ কিছু বলল না।
পরে শিক্ষকই প্রশ্ন করলেন
“তোমাদের ক্লাসমেটের সাথে অন্যায় হতে দেখেও তোমরা চুপ রইলে কেন?”
এই দৃশ্যটা আসলে পুরো সমাজের প্রতিচ্ছবি।
আমরা সবাই সেই চুপ থাকা শিক্ষার্থীদের মতো
আর ক্ষমতাবানরা সেই শিক্ষকের মতো।
আজ অন্যের সাথে যে অন্যায় হচ্ছে, কাল সেটা আপনার সাথেও হতে পারে।
কিন্তু আপনি যেভাবে চুপ করে থাকেন,
আপনার সময়েও মানুষ ঠিক সেইভাবেই চুপ থাকবে।
তাই প্রতিবাদের মানসিকতা থাকা জরুরি
অতিরিক্ত বাড়াবাড়ি নয়, আবার ভীরুতাও নয়।
সচেতন নাগরিক হিসেবে নিজের সীমায় থেকে, পরিস্থিতি বুঝে,
অন্যায় দেখলে অন্তত নীরব সমর্থক হয়ে না থাকার চেষ্টা করা
এটাই আসল পরিবর্তন।
এই কথাগুলো তাদের জন্য,
যারা সবসময় ভাবেন
“নিজে বাঁচলে বাপের নাম।”
বাংলা Keywords:
প্রতিবাদ • অন্যায় • অবিচার • দুর্নীতি • ক্ষমতার অপব্যবহার • নীরব দর্শক • ভয় • সাহস • আত্মসম্মান • সচেতনতা • মানবতা • সামাজিক দায়িত্ব • নৈতিকতা • নির্দোষ মানুষ • ভুক্তভোগীর কণ্ঠ • নীরব সমর্থন • অসহায়তা • অন্যের হয়ে কথা বলা • সত্য প্রতিষ্ঠা • ন্যায়বিচার • মানবিকতা • সহমর্মিতা • নৈতিক অবস্থান • অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো • নীরবতার মূল্য • নিষ্ঠুর সমাজ • সাধারণ মানুষের ভয় • নিরাপত্তার ভয় • স্বার্থপর মানসিকতা • নিজের চাকা ঘোরানো • ভুলের প্রতিবাদ • সিস্টেমের সমস্যা • ক্ষমতাবানদের অবিচার • সামাজিক বাস্তবতা • ন্যায়ের লড়াই • অনাগ্রহ • দায় এড়িয়ে চলা • চোখ ফিরিয়ে নেওয়া • ভাঙা সামাজিক মূল্যবোধ • নৈতিক সাহস • নিজের সুরক্ষা • অন্যের কষ্ট বুঝতে শেখা • চুপ করে থাকার ক্ষতি • সমাজের প্রতিচ্ছবি • অসাম্য • সবার দায়িত্ব • কণ্ঠহীন মানুষের কণ্ঠ • একতার শক্তি • সমষ্টিগত সচেতনতা • প্রতিবাদী মানসিকতা • শান্তিপূর্ণ প্রতিরোধ • নীরবতার অপরাধ • অন্যায়ের চক্র • বাস্তবতা উপলব্ধি • চরিত্রের শক্তি • আলোর পাশে দাঁড়ানো
English Keywords:
Protest • Injustice • Abuse of Power • Corruption • Silent Spectator • Fear • Courage • Self-respect • Awareness • Humanity • Social Responsibility • Morality • Innocent Victims • Voice of the Voiceless • Quiet Support • Helplessness • Speak Up • Stand for Truth • Justice • Empathy • Ethical Stand • Fight Against Wrong • Price of Silence • Harsh Reality • Fear of Authority • Selfish Mindset • Ignoring Reality • System Failure • Oppression • Social Reflection • Unequal Society • Responsibility of Citizens • Moral Courage • Understanding Others’ Pain • Consequences of Silence • Collective Awareness • Integrity • Strength of Character • Unity • Peaceful Resistance • Circle of Injustice • Wake-up Call • Reality Check • Stand with the Right • Human Values • Broken Ethics • Social Conscience • Citizen’s Duty • Raise Your Voice • Stay Aware • Don’t Stay Silent • Rise Up
Thanks For Staying With Me
See You Soon
Allah Hafeez
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: