ছাদে দার্জিলিং কমলা বাম্পার ফলন |
Автор: Eagle Eye
Загружено: 2022-08-18
Просмотров: 6181
Описание:
ছাদে সুমিষ্ট দার্জিলিং কমলা | #অবিশ্বাস্য #অসাধারণ #garden #orange
সুঘ্রাণ সুমিষ্ট রসালো উজ্জ্বল ফলের কথা বললেই প্রথমেই আসে কমলালেবুর কথা
জগত বিখ্যাত বলে পরিচিত দার্জিলিংয়ের কমলা। দার্জিলিং শব্দের অর্থ 'অদম্য ক্ষমতার অধিকারী'। তাই দার্জিলিংয়ের পাহাড়ী চা ও পাহাড়ী কমলা স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণের জন্য জগত বিখ্যাত হিসেবে স্বীকৃতি পেয়েছে। দার্জিলিংয়ের কমলা খেতে খুবই মিষ্টি ও পুষ্টিকর। ফলের আকারও তুলনামূলক বড়। তাছাড়া প্রতিটি গাছে অনেক কমলা ধরে। অত্যন্ত দৃষ্টিনন্দন এই হলুদ কমলা গাছে থোকায় থোকায় ঝুলে থাকে। আমাদের দেশে সমতল ভূমিতে এই কমলা চাষ খুবই উপযোগী হওয়ায় বাণিজ্যিকভাবে এর চাষবাদ করছে অনেকেই।
এর জন্য প্রথমেই বাজার থেকে কমলালেবুর ছোট ছোট চারা গাছ কিনে আনুন। এরপর 12 ইঞ্চি মাটি টবে পুতে ফেলুন এই চারাগাছ। তবে হ্যাঁ এর জন্য আগে থেকে তৈরি করে নিতে হবে উপযুক্ত মাটি। এরজন্য নিয়ে নিন 40% সাধারন বাগানের মাটি, 40% এক বছরের পুরনো গোবর সার, 250 গ্রাম হাড় গুড়ো, 150 গ্রাম সিংকুচি, 250 গ্রাম নিম খোল, 250 গ্রাম একোয়া মিক্স বা শঙ্খের গুড়ো।
সবকটি উপাদান ভালো করে মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। এরপর মাটিটি 15 দিন চাপা দিয়ে একটি জায়গায় রেখে দিন। তারপর ভালো করে রোদে শুকিয়ে সবশেষে চার টব মাটির সাথে এক টব কোকোপিট মিশিয়ে নিলেই রেডি কমলালেবুর জন্য উপযুক্ত মাটি। টবে ভালো করে এই মাটি ভরে পুঁতে দিন কমলা লেবুর চারা গাছ।
আমাদের অন্যান্য ভিডিও দেখুনঃ
• ছাদে #অবিশ্বাস্য মাল্টা বাগান | প্রতি গাছে...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: