১০-১২-পিস ১ কেজি পুকুরে রুই কাতলা ও গ্লাস কার্প কার্ফু থাই সরপুটি মাছের মিশ্র চাষ পদ্ধতি||
Автор: Alif Fish Farming BD
Загружено: 2025-07-13
Просмотров: 813
Описание:
১০-১২-পিস ১ কেজি পুকুরে রুই কাতলা ও গ্লাস কার্প কার্ফু থাই সরপুটি মাছের মিশ্র চাষ পদ্ধতি||
আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য খামারি ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন মাছের পোনা চাষে তথ্য আবার পরামর্শ
✅ ১. পুকুর নির্বাচন ও প্রস্তুতি:
আকার: ১০-৫০ শতক বা তার বড় পুকুর উত্তম।
গভীরতা: গড়ে ৫-৬ ফুট।
সূর্যালোক: পর্যাপ্ত সূর্যালোক প্রবেশ নিশ্চিত করতে হবে।
পানির প্রবাহ: নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে।
পুকুর প্রস্তুতি:
জলজ আগাছা ও অবাঞ্চিত মাছ অপসারণ করতে হবে।
চুন প্রয়োগ: প্রতি শতকে ১ কেজি হারে চুন (CaCO₃) প্রয়োগ করতে হবে।
জৈব সার: গোবর প্রতি শতকে ১০-১৫ কেজি ও ইউরিয়া ও টিএসপি ১০০-২০০ গ্রাম করে দিতে পারেন।
✅ ২. পোনা নির্বাচন ও মজুদ:
মজুদ ঘনত্ব (প্রতি শতকে):
রুই: ৪০%
কাতলা: ৩০%
মৃগেল: ৩০%
প্রতি শতকে মোট পোনা: ৩০-৪০টি (১০০০-১২০০টি প্রতি বিঘা)
#গ্লাস_কাপ_মাছ #রুই_মাছ #কার্ফ_মাছ #থাই_সরপুঠি_মাছ #কাতলা_মাছ
ও মাছের তথ্য পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার -(01710933563)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: