আদালতে মামলা মোকদ্দমা থাকলে জমি ক্রয় বিক্রয় বা হস্তান্তর করা যাবে কিনা?
Автор: Legal Knowledge
Загружено: 2021-12-16
Просмотров: 3609
Описание:
আদালতে মামলা মোকদ্দমা থাকলে জমি ক্রয় বিক্রয় করা যাবে কিনা, মামলা চলাকালে কি সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করা যাবে,
মামলা চলাকালে কি সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করা যাবে?
বিষয়টি নিয়ে আমরা প্রায়ই দ্বিধাদ্বন্দে ভুগি আসলে মামলা চলাকালে কি আদৌ সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করা যাবে নাকি যাবে না? আইনের একটি নীতি হলো এই যে, কোনো সম্পত্তি নিয়ে আদালতে মামলা করা হলে, মামলা চলাকালে সেই সম্পত্তি আদালতের অনুমতি ছাড়া হস্তান্তর করা যাবে না। কমন ল’-এর একটি সুপ্রতিষ্ঠিত নীতি হচ্ছে, ‘মামলা রুজু অবস্থায় নতুন কোনো অবস্থার সৃষ্টি করা উচিত নয়। সম্পত্তি হস্তান্তর আইনের ৫২ ধারায় এই নীতিটিকে ‘লিস পেন্ডেন্স’ নামে বিধিবদ্ধ আইনে রূপায়িত করা হয়েছে। ৫২ ধারার মূল বক্তব্য হচ্ছে, মামলা চলাকালে মামলার অন্তর্ভুক্ত সম্পত্তি হস্তান্তরিত হলে তার ফলাফল মামলার ফলাফলের ওপর নির্ভর করবে। সম্পত্তি হস্তান্তর আইনের ৫২ ধারায় বলা হয়েছে যে, বাংলাদেশের ভেতরে বা বাইরে এখতিয়ারবিশিষ্ট কোনো আদালতে স্থাবর সম্পত্তি সম্পর্কে কোনো মামলা বা কার্যক্রম চলাবস্থায় উক্ত মামলা বা কার্যক্রমটি ষড়যন্ত্রমূলক না হলে এবং তাতে সম্পত্তির কোনো স্বত্ব সম্পর্কে প্রত্যক্ষ ও সুনির্দিষ্টভাবে প্রশ্নটি উত্থাপিত করা হলে উক্ত মামলার বা কার্যক্রমের কোনো পক্ষই আদালতের অনুমতি ছাড়া উক্ত সম্পত্তি হস্তান্তর বা অন্য কোনোভাবে ব্যবহার করতে পারবে না, যার ফলে আদালতের সম্ভাব্য কোনো ডিক্রি বা আদেশের দ্বারা লব্ধ কোনো পক্ষের কোনো অধিকারকে ক্ষুণ্ন করবে। তবে আদালত অনুমতি দিলে বা আদালত কোনো শর্ত আরোপ করলে সেই শর্ত অনুসারে তা হস্তান্তর করা যাবে। ৫২ ধারার ব্যাখ্যায় আইনে বলা হয়েছে, এ ধারার উদ্দেশ্যে আরজি দাখিল বা কার্যক্রম শুরু হওয়ার তারিখ থেকে আদালতের চূড়ান্ত ডিক্রি জারি হয়ে সম্পূর্ণ দায় পরিশোধ না হওয়া পর্যন্ত বা তামাদির কাল পার হয়ে যাওয়ার দায় পরিশোধের সময় না হওয়া পর্যন্ত মামলা বা কার্যক্রম চলছে বলে ধরে নিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছন।
Advocate Md. Belayet Hossain
Director
Legal Knowledge
Member
Dhaka Taxes Bar Association
Dhaka, Bangladesh
Apprentice Advocate
High Court Division
of Bangladesh Supreme Court
[email protected]
Our Slogan: "Legal assistance for helpless people"
#Adv_Belayet_Hossain#Legal_Knowledge
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: