রবিবার সারা রাজ্যের সাথে মালদাতেও ভূগোল মেধা অন্বেষণ পরীক্ষা হয়ে গেল
Автор: BIG NEWS 24x7 বাংলা
Загружено: 2025-11-02
Просмотров: 14
Описание:
উজ্জ্বল পাল মালদা 2 নভেম্বর ২৫:-
রবিবার সারা রাজ্যের সাথে মালদাতেও ভূগোল মেধা অন্বেষণ পরীক্ষা হয়ে গেল
বঙ্গীয় ভূগোল মঞ্চের এই পরীক্ষায় প্রায়২০০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এর মধ্যে মালদা সদরে প্রায় ১২০০ ছাত্র ছাত্রী।ও শহরে 800 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন। মালদা জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা এই দিন অনুষ্ঠিত হচ্ছে। তবে ইংলিশ বাজার শহরের অন্যতম আক্রমণি করোনেশন ইনস্টিটিউশনের পরীক্ষা কেন্দ্র। এই পরীক্ষা কেন্দ্রে আটটি স্কুলের প্রায় পাঁচশোরও বেশি পরীক্ষার্থী এই দিন একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন। সময়ের সাথে তাল মিলিয়ে এবছর ও এ মার সিটে পরীক্ষা দেয়। তিনি আরো জানান শহরের ১৫টি স্কুল অংশগ্রহণ করেছে এই পরীক্ষায়। ছেলেদের একটি ও মেয়েদের দুটি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এই পরীক্ষা বিশেষ ভূমিকা পালন করবে বলে জানান বঙ্গীয় ভূগোল মঞ্চের মালদা জেলা সভাপতি তথা অক্রুরমনি করোনেশন ইনস্টিটিউশনের সহকারি শিক্ষক অরবিন্দ ঘোষ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: