হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্য মৃত শিল্প মাটির জিনিস।
Автор: Kamrul mahmud joy
Загружено: 2019-09-23
Просмотров: 530
Описание: পৃথিবীর সবথেকে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প অর্থাৎ মৃৎশিল্প।বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও অন্যতম একটি শিল্প। মাটি দিয়ে তৈরি এই শিল্পকর্মের মধ্যে রয়েছে হাঁড়ি-পাতিল, চাড়ি, কলস, ফুলের টব, ফুলদানি, জীবজন্তু, পাখির অবয়ব, ঘটি-বাটি, ডাবর-মটকি, প্রতিমা, মাটির ব্যাংক,শোপিস, পিঠা তৈরির ছাঁচ, নানা রকম খেলনা। এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। অতীতে গ্রামের সুনিপুণ কারিগরের হাতে তৈরি মাটির জিনিসের কদর ছিল অনেকাংশে বেশি। পরিবেশবান্ধব এই শিল্প শোভা পেত গ্রামের প্রত্যেক বাড়িতে। গ্রীষ্মকালে মাটির কলসির একগ্লাস পানি যেন দূর করে দিত সব ক্লান্তিকে। এই সব জিনিস গুলো পেতে চলে আসতে পারেন। ঢাকা, সাভার,নবীনগর মৃৎ কুটিরশিল্পতে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কিনতে যোগাযোগ করুনঃ০১৭৪১৬২৫৪৯৩
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: