সবজি গাছের ফুল-ফল হলুদ হয়ে ঝরে যাওয়া সমস্যার সমাধান।
Автор: হৃদয়ে কৃষি
Загружено: 2025-04-05
Просмотров: 752
Описание:
কুৃমড়া জাতীয় সবজি যেমন ঝিঙ্গা, চিচিঙ্গা, চাল কুমড়া, শসা, মিষ্টি লাউ এসব সবজি ফুল-ফল হলুদ হয়ে পঁচে ঝরে যাওয়া একটি কমন সমস্যা। আর সেজন্য কৃষকটি বিষয় মাথায় রেখে সবজি চাষ করলে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন যেমন- ★প্রতি মাদায় টিএসপি এবং বোরন সার দেওয়া না থাকলে দিতে হবে। বোরন স্প্রে করেও দেওয়া যেতে পারে। ★ছত্রাকনাশক হিসেবে কার্বেন্ডাজিম + ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন ম্যানসার বিকাল বেলা ৭-১০ দিন পর পর স্প্রে দিতে হবে । ★ ফলন বাড়াতে ফ্লোরা স্প্রে দিতে হবে প্রতি ১৫ দিনে একবার। ★মাছি পোকা দমনে ৩০ ফুট পর পর কিউ ফেরো ফেরোমেন ফাদ দিয়ে দিতে হবে। পরাগায়ন যাতে সঠিকভাবে সঠিক ভাবে হয় সেজন্য অতিরিক্ত বিষ দেওয়া থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত বিষ দিলে ক্ষতিকর পোকার সাথে উপকারী পোকাও মারা যায়। ফলে পরাগায়ন সঠিকভাবে না হলে এই সমস্যা দেখা যায়। হাত দিয়েও পরাগায়ন করা যেতে পারে। পরাগায়ন সঠিক ভাবে হলে এবং উপরের স্প্রে গুলো এবং ফেরোমন বক্স টানিয়ে দিলে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে।
মো: রায়হান হোসেন হৃদয়।
উপসহকারী কৃষি অফিসার, ধর্মপাশা, সুনামগঞ্জ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: