আমার কাছে কাজের টিমটা খুব গুরুত্বপূর্ণ: সামিরা খান মাহি । Samira Khan Mahi । Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2025-02-06
Просмотров: 962
Описание:
#SamiraKhanMahi #সামিরা_খান_মাহি
কেবল রূপ-লাবণ্যে নয়, অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছেন নিজ অভিনয়গুণে। বলছি সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির কথা।
আসছে ভালোবাসা দিবসের কাজ নিয়েই ব্যস্ত সময় কাটছে তাঁর। এরই মধ্যে শেষ করেছেন সাইদুর ইমনের পরিচালনায় ‘প্রশ্ন করো না’ নামে একটি নাটকের কাজ। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। এ ছাড়া খাইরুল বাশারের সঙ্গে বেশ কয়েকটি নাটকে জুটি হয়ে আসছেন তিনি।
অভিনয় ক্যারিয়ারের এ সময়ে এসে কাজের ব্যাপারে একটু বেশি হিসাব-নিকাশ করছেন বলে জানান তিনি। মাহির ভাষ্য, ‘এটি সত্যি যে, ইদানীং কাজের ব্যাপারে বেশি বাছবিচার করছি। একসময় চাইতাম ব্যাক টু ব্যাক কাজ আসুক। এখন তা চাই না। এখন কাজের মধ্যেই থাকতে চাই। তবে সেটা হতে হবে কোয়ালিটিফুল’।
তিনি আরও বলেন, ‘একটা স্ক্রিপ্ট পাওয়ার পর মন থেকে প্রশ্ন আসে, কাজটি করব কি করব না। আমার কাছে কাজের টিমটা খুব গুরুত্বপূর্ণ। অনেক টিমই তাড়াহুড়ো করে কাজ করতে চায়। আমি তাদের এড়িয়ে চলি। আমি সময় নিয়ে কাজ করতে পছন্দ করি’।
সামিরা খান মাহি তার অভিনয় ক্যারিয়ারে নাটক, টেলিছবি ও ওয়েব সিরিজ মিলিয়ে একশটির মতো কাজ করেছেন। প্রতিটি কাজেই দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছেন এই অভিনেত্রী।
copyright © A BIJOY TV Production-2025
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: