বন্দিদের হাতে রাখি পরালেন মানবাধিকার সংস্থার বোনেরা, খোস মেজাজে রাখি পরলেন জয়ন্ত সিং
Автор: Daily Ekdin
Загружено: 2024-08-19
Просмотров: 195
Описание:
#news #westbengal #rakhsabandhan
রাখিবন্ধন উৎসব দক্ষিণ এশিয়ার একটি উৎসব। এই উৎসব হল ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। তবে চার দেওয়ালের বন্দি জীবনে খুশির ঝিলিক এনে দিল রাখি উৎসব। এদিন ব্যারাকপুর বিশেষ সংশোধনাগারে বিচারাধীন বন্দিদের হাতে রাখি পরালেন হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া নামক মানবাধিকার সংস্থার বোনেরা। রাখি পরিয়ে ভাইদের মিষ্টি মুখ করালেন বোনেরা। ব্যারাকপুর বিশেষ সংশোধনাগারে বন্দি থাকা আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংও এদিন হাসিমুখে রাখি পরলেন। সংস্থার সদস্যা শিল্পী বৈরাগী ও সুদীপা দে বিচারাধীন বন্দিদের হাতে রাখি পরিয়েও বেশ খুশি হলেন। উক্ত রাখি বন্ধন উৎসবে হাজির ছিলেন সংস্থার সর্বভারতীয় সম্পাদক চন্দ্র শেখর দে, সংস্থার সিইও সতীশ কুমার, আইনি সহায়ক ( ব্যারাকপুর আদালত ) মিঠুন চক্রবর্তী, সংস্থার দমদম টাউন কমিটির সদস্য বিপ্লব চক্রবর্তী, তাপস মন্ডল, সুমিত প্রামানিক ও সুশান্ত সরকার, সংস্থার বেলঘড়িয়া টাউনের সম্পাদক অর্জুন দাস, কলকাতা হাই কোর্টের আইনজীবী তপন কুমার সাহা প্রমুখ। সংস্থার সর্বভারতীয় সম্পাদক চন্দ্র শেখর দে বলেন, বিচারাধীন বন্দিরা যাতে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে। সেদিকে নজর রেখেই তাদের এই উদ্যোগ। তিনি বলেন, তমলুক, ডায়মন্ডহারবার, বসিরহাট-সহ ১১ টা সংশোধনাগারে তারা রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছে। অসহায় মানুষজনের পাশে দাঁড়িয়ে সেবা করাই তাঁদের একমাত্র লক্ষ্য। বিচারধীন বন্দি ভাইদের সমাজের মূল স্রোতে ফিরে আসার দাবি করলেন বোন সুদীপা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: