শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা।। happy new year ।।বাংলা ও বাঙালির উৎসব।।
Автор: AToZ life - line status
Загружено: 2021-04-14
Просмотров: 1672
Описание:
Bengali New Year Wishes: দেখতে দেখতে চলে এল আর একটা বছর। কিন্তু করোনা গেল না। তাই নববর্ষের আনন্দে মাতার আগে একবার ভাববেন! অযথা বাইরে না বেরিয়ে বাড়িতে বসেই উদযাপন করুন নববর্ষ ১৪২৮। আর দেখে নিন কিছু মেসেজ, যেগুলির সাহায্যে প্রিজনকে নববর্ষের শুভেচ্ছা জানাতে পারবেন!
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে করোনার ঢেউ! আর তারই মধ্যে নববর্ষ। ১৪২৭ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে ১৪২৮ সনকে কাছে টেনে নেওয়ার পালা এবার। কিন্তু গতবারও পয়লা বৈশাখে করোনার প্রকোপ ছিল উর্ধ্বগগনে। দেশজুড়ে তখন লকডাউন চলছিল। এক বছর ঘুরতেও ছবিটা প্রায় একই। তবে, এ বছর এখনও পর্যন্ত দেশের প্রতিটা প্রান্তে লকডাউন জারি করা হয়নি।
এবার পয়লা বৈশাখ পড়েছে ১৫ এপ্রিল। আর এমনই এক সংকটজনক পরিস্থিতিতে নববর্ষের উৎসবে সামিল হতে বাড়ির বাইরে বেরোনোর ভুল করতে যাবেন না। তাতে আখেরে বিপদ আপনরাই। বাড়িতেই থাকুন, ভালো খাবার বানিয়ে নিন। আর বাড়ির সকলের সঙ্গেই নববর্য উদযাপন করুন। শুভেচ্ছা পাঠান ভার্চুয়ালি। হোয়াটসঅ্যাপ হোক বা টেলিগ্রাম বা টেক্সট মেসেজ করেও প্রিয়জনকে নববর্ষ ১৪২৮-এর শুভেচ্ছা জানান।
নববর্ষের শুভেচ্ছা জানাতে সঙ্গে রাখুন এই সব বার্তা
বিদায় রাগিণী বাজিয়ে গেল জীর্ণ পুরাতন বর্ষ,
নববর্ষ নিয়ে আসবে সবরকমের হর্ষ।
শুভ নববর্ষের শুভেচ্ছা!
আজ এই শুভ দিনে
কত খুশি, কত সাজ।
আজ এই শুভ দিনে
ভুলে যাও সব কাজ।
শুভ নববর্ষ!
* তোমার সব দুশ্চিন্তা
দূর করে মনে আনো হর্ষ..
নতুন আলোয়, নতুন আশায়
তোমাকে জানাই
শুভ নববর্ষ!
নতুন বছরের প্রথম দিনে,
শপথ করি মনে,
করব আমি ভালো কর্ম,এই নতুন সনে।
শুভ নববর্ষ!
প্রতিটি নতুন বছর আসবে আর যাবে,
সেই সাধারণ বছরটিকে
বিশেষ করে তোলার জন্যে,
তোমাকে এমন কিছু করতে হবে,
যাতে সর্বসমক্ষে তোমার
ও তোমার পরিবারের নাম উজ্জ্বল হয়..
শুভ নববর্ষ!
* নতুন বছরে আপনাকে
এবং আপনার পরিবারের
সবাইকে সুস্থ এবং বিপদ আপদ
থেকে ঈশ্বর রক্ষা করুন!
নববর্ষের শুভেচ্ছা!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: