চাঁদপুরে জলাতঙ্ক প্রতিরোধ কেন্দ্র সাধারণ মানুষের সেবায় নিবেদিত
Автор: Chandpur TV
Загружено: 2021-06-10
Просмотров: 18
Описание:
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ১১৫নং কক্ষে জলাতঙ্ক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র। এখানে প্রতিমাসে চিকিৎসাসেবা নিয়ে থাকেন প্রায় আড়াইশো রোগী। কিন্তু এজন্য তাদের কোনও অর্থ প্রদান করতে হয় না। সরকারের দেয়া ভ্যাকসিন ও চিকিৎসাসামগ্রীতেই বিনা পয়সায় সেবা পাচ্ছেন তারা।
জানা গেছে, মাঝে এ কেন্দ্রে ভ্যাকসিনের কিছুটা সংকট ছিল। তবে সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় ৩ হাজার ভ্যাকসিন ও ১২ হাজার সিরিঞ্জ প্রদান করায় সে সংকট কেটে গেছে বলে জানান এখানকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। তাদের মতে, গত মাসে আসা পর্যাপ্ত ভ্যাকসিন দিয়ে আগামী এক বছরের চাহিদা মেটানো যাবে।
জলাতঙ্ক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র সূত্রে জানা যায়, ২০১২ সালে কেন্দ্রটির কার্যক্রম শুরু হয়। বর্তমানে চাঁদপুরসহ পার্শ্ববর্তী শরীয়তপুর, লক্ষ্মীপুর ও রায়পুর থেকেও জলাতঙ্কে আক্রান্তরা সেবা নিতে এখানে আসছেন। মাসে অন্তত দুশো থেকে আড়াইশো রোগী এখানকার চিকিসাসেবা নিয়ে থাকেন।
সদর উপজেলার রাজরাজেশ্বর থেকে আসা নার্গিস বেগম জানান, তার পোষা বিড়াল আঁচড় দেয়ায় তিনি এই হাসপাতালে এসে একটি ইনজেকশন নিয়েছেন। পরে তাকে আরও তিনটি ইনজেকশন নিতে হবে। এক্ষেত্রে তাকে কোনও টাকা দিতে হয়নি বলে জানান নার্গিস বেগম।
জলাতঙ্ক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের ইনচার্জ সাদেক আলী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গত মাসে ৩ হাজার ভ্যাকসিন এবং ১২ হাজার সিরিঞ্জ দেয়া হয়েছে। একটি ভ্যাকসিন চারজনকে দেয়া হয়। সেই অনুযায়ী ৩ হাজার ভ্যাকসিন ১২ হাজার বার দেওয়া যাবে, যা আগামী এক বছরের জন্য পর্যাপ্ত।
তিনি আরও বলেন, গত এক মাসে এই কেন্দ্রে ১৫৩ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: