কলকাতার প্রাচীন চন্ডিপুজা
Автор: ADevotional Aadishalaha বাঙালির ১২মাসে ১৩পার্বন
Загружено: 2025-11-28
Просмотров: 1133
Описание:
🌺🌟‼️শ্রী শ্রী চন্ডীমাতা পুজো :: ২০২৫‼️🌟🌺
প্রায় ৩০০ বছর আগের কথা। অধুনা বেহালার বড়িশা এলাকার সাবর্ণ পরিবারের এক বংশধর মহেশ রায় চৌধুরী সেদিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে বাড়ির পাশের পুকুরে স্নান করতে নেমেছেন। এমনিতেই খুব ধর্মভীরু, সারাদিন পুজো পাট নিয়ে থাকেন। দিনে অন্তত ৭ থেকে ৮ বার স্নান করেন। গঙ্গাস্নান সম্ভব ছিল না। তাই পুণ্য জ্ঞানে বাড়ির পাশের পুকুরেই দিনের একাধিক বার ডুব দিতেন তিনি। সেদিন বিকেলে হঠাৎ ডুব দিয়েই হাতে এল এক অষ্টধাতুর ঘট। কিছু না ভেবেচিন্তেই তা তুলে এনে নিজের ঘরে ঢুকলেন মহেশ রায় চৌধুরী সাবর্ণ। সেই রাতে স্বপ্নাদেশ পেলেন মায়ের। মা বললেন, মহেশ, যে ঘট তুই তুলে এনেছিস, তাতে স্বয়ং আমি রয়েছি। তুই মন্দির তৈরি করে এই ঘট পুজো কর। মহেশ প্রশ্ন করলেন, মা, তোমার রূপ কি? মুখায়বব কোথায়? দেবী বললেন, একটা শিস যুক্ত ডাব এই ঘটের ওপর স্থাপন কর। সেই শিস হবে আমার মুখ। বড়িশা অঞ্চলে গড়ে উঠল মা চণ্ডীর ছোট্ট এক মন্দির। এই পরিবারের সদস্য, এলাকার জমিদার জগৎ রায় চৌধুরী সাবর্ণ, এই ঘটনার ৭০ বছর পরে, আজ থেকে ২৩২ বছর আগে এই পুকুর ধারেই তৈরি করলেন তিন মহলা বাগান বাড়ি। বাড়ির ছাদে তৈরি হল মন্দির। ছোট মন্দির থেকে পাকাপাকিভাবে মা চণ্ডীর এই স্বপ্নে পাওয়া মূর্তি স্থাপিত হল এখানেই। প্রসিদ্ধ গায়ক রামকুমার চট্টোপাধ্যায়ের মামার বাড়ি এটি। মহেশ রায় চৌধুরী সাবর্নের অষ্টম প্রজন্ম আজও নিষ্ঠাভরে দেবীর নিত্য পূজা করেন। তবে সমস্ত আনন্দ ছাপিয়ে যায় দুর্গা পুজোর বোধনের আগের দিন। পঞ্চমীর দিন ঘটা করে পালিত হয় দেবীর জন্মদিন। কালে কালে জগৎ রায় চৌধুরীর জমিদারির প্রায় সবটুকুই চলে গেছে প্রজা অর্থাৎ আম জনতার হাতে। এলাকার নাগরিক সমাজ এখন দুর্গাপুজোর ঠিক ৬০ দিন পর এখানে চণ্ডী পুজো করে। বসে চন্ডিমেলা। যা এইমুহূর্তে চলছে। আজ মায়ের মহাষ্টমীর পুজো। যারা জানার তারা জানেন, মেলা ও পুজোর থেকেই অনেক বেশি মাহাত্ম্য এই ঘট ও ডাবের শিসের। এই পরিবার কালী পুজো করেনা। এখানে কালী পুজো নিষিদ্ধ। সেদিন মায়ের নিত্য পুজোর পাশাপাশি হয় লক্ষ্মী পুজো।
•
•
❃ কে.কে রায়চৌধুরী রোড | বড়িশা | সখেরবাজার | বেহালা | দক্ষিণ কলকাতা
•
•
❃ বর্ষ : ২৩৩ তম
•
•
❃ Barisha Sarbojanin Chandi Puja - কে পুজোর পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইলো। 🙏
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: