ভগবদগীতা সম্বিত কিছু জ্ঞান, যা সকলেরই যানা আবশ্যক।Some knowledge of the Bhagavad Gita,
Автор: Paramartik TV
Загружено: 2020-12-12
Просмотров: 566
Описание:
শ্রীমদভগবদগীতা সম্বন্ধে আমরা অনেকেই জানিনা, আবার অনেকে এটা পড়িওনা, অথচ এই গীতাই হচ্ছে আমাদের একমাত্র আশ্রয়। যা স্বয়ং ভগবানের মুখনিঃসৃত বাণী, গীতা প্রতিটি শ্লোক আমাদের জীবন বদলে দিতে পারে। পক্ষান্তরে বলা যায় আর এমন কোনো শাস্ত্র বা গ্রন্থ নেই যা আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, আমারা অনেকেই এই গীতা যে কি তাই যানিনা। প্রয়োগ করা তো দূরের কথা।
তাই আজকের ভিডিওতে গীতার কিছু বিষয়বস্তু তুলে ধরা হয়েছে।
যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে-
১। গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সারতিসার।
২। মহাভারতের ভীষ্মপর্বের (২৫ থেকে ৪২) এই ১৮ টি অধ্যায়
হল ভগবদগীতা বা গীতোপনিষদ ।
৩। গীতায় রয়েছে ৭০০ শ্লোক। তার মধ্যে ধৃতরাষ্ট্র বলেন
১টি শ্লোক, সঞ্জয় বলেন ৪০টি শ্লোক, অর্জুন বলেন ৮৫টি
শ্লোক, ভগবান শ্রীকৃষ্ণ বলেন ৫৭৪টি শ্লোক । আর পুরো
গীতায় ৯৫৮০ টি সংস্কৃত শব্দ আছে ।
৪। গীতার ১৮টি অধ্যায়ের মধ্যে প্রথম ৬টি অধ্যায়কে বলে
কর্মষটক, মাঝখানের ৬টি অধ্যায়কে বলে ভক্তিষটক, আর বাকি ৬টি
অধ্যায়কে বলে জ্ঞানষটক ।
৫। গীতা পড়লে ৫টি জিনিষ সর্ম্পকে জানা যায় – ঈশ্বর, জীব,
প্রকৃতি, কাল ও কর্ম ।
৬। যদিও #গীতার_জ্ঞান ৫০০০ বছর আগে বলেছিল কিন্তু ভগবান
চতুর্থ অধ্যায় বলেছেন এই জ্ঞান তিনি এর আগেও বলেছেন,
মহাভারতের শান্তিপর্বে (৩৪৮/৫২-৫২) গীতার ইতিহাস উল্লেখ
আছে । তার মানে গীতা প্রথমে বলা হয় ১২,০৪,০০,০০০ বছর
আগে, মানব সমাজে এই জ্ঞান প্রায় ২০,০০,০০০ বছর ধরে
বর্তমান, কিন্তু কালের বিবর্তনে তা হারিয়ে গেলে পুনরায় আবার
তা অর্জুনকে দেন ।
৭। #ভগবান_শ্রীকৃষ্ণ অর্জুনকে মাত্র ৪০ মিনিটে এই গীতার
জ্ঞান দেন ।
৮। #গীতার_মাহাত্ম্য অনেকে করে গেছেন, তার মধ্যে
শ্রীশঙ্করাচার্য, স্কন্দপুরাণ থেকে শ্রীল ব্যাসদেব,
শ্রীবৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্ম্য আর পদ্মপুরাণে
দেবাদিদেব শিব কর্তৃক ১৮টি অধ্যায়ের মাহাত্ম্য বর্ণিত আছে ।
বাকীগুলো ভিডিওতে দেখুন 🙏
#বিশ্বজিৎ দাশ
[email protected]
Facebook id / bishwajeetdash.bcs
imo & phone 01757580815
#SrimadBhagavadGita
#Gitaknowledge
#BanglaGita
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: