ডেসক্রিপশন কুরবানির সময়কার সুন্নতসমূহ ও দোআগুলো উল্লেখ করা হলো, যা কুরবানি করার আগে এবং পরর পালনীয়।
Автор: Shah Alam Voice
Загружено: 2025-06-06
Просмотров: 1670
Описание:
নিচে কুরবানির সময়কার সুন্নতসমূহ ও দোআগুলো উল্লেখ করা হলো, যা কুরবানি করার আগে এবং পরে পালন করা উত্তম:
🌿 কুরবানির সময়কার গুরুত্বপূর্ণ সুন্নতসমূহ:
১. কুরবানি, ঈদের নামাজের পর করা:
ঈদুল আযহার দিন ঈদের নামাজ আদায় করার পর কুরবানি করা সুন্নত।
নামাজের আগে কুরবানি করলে তা বৈধ নয়, পুনরায় দিতে হবে।
রাসূল (সা.) বলেন:
“যে ঈদের নামাজের আগে কুরবানি করলো, সে কেবল মাংস খাওয়ার জন্য কুরবানি করলো।”
(বুখারি, মুসলিম)
২. ছুরি ভালোভাবে ধারালো করা:
পশুর কষ্ট কমাতে ছুরি ধারালো করে নেওয়া সুন্নত।
৩. জবাই করার সময় পশুকে কিবলামুখী করা:
পশুকে বাম পাশে শুইয়ে কিবলামুখী করে জবাই করা উত্তম।
৪. নিজ হাতে কুরবানি করা বা উপস্থিত থাকা:
রাসূল (সা.) নিজ হাতে কুরবানি করতেন।
যদি নিজে না করতে পারেন, তবে উপস্থিত থাকা সুন্নত।
৫. তাকবীর বলা:
জবাই করার সময় উঁচু স্বরে "বিসমিল্লাহ, আল্লাহু আকবার" বলা সুন্নত।
📌 পরিশেষে:
কুরবানির পশুকে ভালোবাসা ও দয়ার সঙ্গে ব্যবহার করা।
কুরবানির গোশত আত্মীয়স্বজন, গরিব ও প্রতিবেশীর মাঝে বণ্টন করা।
অহংকার নয়, কৃতজ্ঞতা ও তাকওয়ার সঙ্গে এই ইবাদত পালন করা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: