ঘূর্ণিঝড় 'তিতলি ' বর্তমান অবস্থান
Автор: Mri Creating
Загружено: 2018-10-11
Просмотров: 815
Описание:
ঘূর্ণিঝড় ‘তিতলি’ আপডেট
▇ ১১ অক্টোবর, ২০১৮
➊ রাতে ভারতের উড়িষ্যা-অন্ধ্র উপকূলবর্তী
এলাকায় প্রথমিক আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘তিতলি’।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের(imd) তথ্য অনুযায়ী
ঝড়টি উপকূলে আঘাতের পূর্ব সময়ে সারফেস লেভেলে
বা স্থলভাগের উপর ঝড়টির একটানা সর্বোচ্চ গতিবেগ
ছিল ১৪০ থেকে ১৫০ কি:মি:/ঘন্টা।
এবং দমকা ও ঝড়ো হাওয়া আকারে ১৬৫ কি:মি: পর্যন্ত
বৃদ্ধি পেতে দেখা গেছে।
মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির বহু
এলাকা এরই মধ্যে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
ঝড়টি উত্তর-পশ্চিমে গতিশীল থাকলেও এরপর থেকে
ক্রমশ উত্তর-পূর্বমূখী হয়ে ভারতীয় উপকূল ঘেঁষে
পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
শেষ পর্যন্ত বরিশাল-চট্রগ্রাম বিভাগ হয়ে দুর্বল আকারে
উত্তর-পূর্ব দিকে গতিশীল থাকবে।
এই বিষয়ে গতকালের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের কেন্দ্র বর্তমানে ভারতীয় উপকূলবর্তী স্থলভাগে
রয়েছে।
ঝড়টির প্রায় অর্ধেক অংশ সাগরে রয়েছে, যদি কিছু
অংশ সাগরে অবস্থানের মাধ্যমে উপকূল ঘেঁষে
বাংলাদেশে প্রবেশ করে তবে পশ্চিমবঙ্গ, খুলনা, বরিশাল
ও চট্রগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত
হতে পারে সেক্ষেত্রে উপকূলে ঝড়ের গতিবেগ ১১৫ থেকে
১২৫ কি:মি:/ঘন্টা হওয়ার সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ ঝড়টি ঘূর্ণিঝড় আকারেই বাংলাদেশে প্রবেশের
সম্ভাবনা এখন পর্যন্ত কিছুটা বেশী রয়েছে।
অপরদিকে ঝড়টি সম্পূর্ণ ভারতীয় স্থলভাগে
অবস্থানের পর বাংলাদেশে প্রবেশ করলে খুব একটা
ক্ষতির আশঙ্কা থাকবে না(এই সম্ভাবনা এখনও কম)
তবে উভয় ক্ষেত্রেই বাংলাদেশে প্রচুর পরিমানে বৃষ্টিপাত
থাকবে ৩/৪ দিন পর্যন্ত।
চলতি ১৩ তারিখ পর্যন্ত দেশের মধ্যে সর্বাধিক প্রভাব
থাকতে পারে ঝড়টির কারণে।
বন্দরসমূহে সতর্কতার সংকেত ৪ নং বহাল রয়েছে
অবস্থানুযায়ী সংকেত বৃদ্ধি পেতে পারে।
ভূমিধ্বসের আশঙ্কাসহ বিভিন্ন শ্রেনীর বৃষ্টিপাত চালু
থাকবে দেশের মধ্যে।
সকলে সতর্ক থাকুন এবং পরবর্তী আপডেটে নজর রাখুন।
➋ আজ সকাল ৯:০০ মিনিটের চিত্রে নিকটতম স্থলভাগ
থেকে প্রায় দেড় কিলোমিটার উপরের বায়ুপ্রবাহের গতিপথ
দেখানো হয়েছে।
লাল রং শক্তিশালী বায়ুপ্রবাহ নির্দেশ করে।
রঙের ক্রম অনুসারে বায়ুপ্রবাহের শক্তি বুঝতে হবে।
[লাল-কমলা-হলুদ-সবুজ- - - - -]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: