বাসবী চক্রবর্তী | পশ্চিমের নারী আন্দোলন - নারীচেতনা বিকাশের বিভিন্ন পর্যায়
Автор: Voyages Into The Past
Загружено: 2021-08-07
Просмотров: 796
Описание:
পশ্চিমী দেশের নারী আন্দোলনের উদ্ভব ও বিকাশের বিষয় টি অনুধাবন করতে গেলে আমাদের প্রয়োজন তার প্রেক্ষাপট অনুসন্ধান অর্থাৎ বিষয় টি ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত। এই আন্দোলন প্রধানত সংঘটিত হয় নারীর ন্যায্য অধিকার আদায় ও দাবি - দাওয়া প্রতিষ্ঠার উদ্দেশ্যে। সময়ের নিরিখে এই আন্দোলন কয়েকটি পর্যায়ে বিভাজিত এবং এই পর্যায়গুলিকে বলা হয় ' নারীবাদের তরঙ্গ '। উল্লেখ্য যে এই প্রতিটি তরঙ্গ সেই সময়ে ইউরোপ ও আমেরিকায় এবং পরবর্তীতে অন্য দেশে নারীচেতনা সৃষ্টি ও বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল।
প্রথম তরঙ্গের নারী আন্দোলন গড়ে ওঠে প্রতিবাদী আন্দোলন রূপে - যার পিছনে ছিল একাধিক সক্রিয় কারণ, যেমন - রাজনৈতিক অধিকার আদায়, সমবেতনের দাবি ইত্যাদি।
বিংশ শতাব্দীর ৬০ ও ৭০ দশকে দ্বিতীয় পর্যায়ের নারী আন্দোলন নিয়ে আসে নতুন উদ্দীপনা ও নতুনতর ভাবনাচিন্তা।
তৃতীয় তরঙ্গের নারীবাদী আন্দোলন হল পূর্ববর্তী পর্বের বৈচিত্র্যময় ও বিস্তৃত রূপ। এই পর্বের নারীবাদকে কোনো একক ইতিহাসের আঙ্গিকে বিচার করা কঠিন, কারণ এই সময়পর্বে নারীবাদী আন্দোলনে সামিল হয়েছে সংগ্রাম - ইচ্ছুক বিভিন্ন ক্ষেত্রের মানুষ। ১৯৮০ র দশকে উদ্ভুত এই আন্দোলন, অনেকের মতে, ধারাবাহিকতায় বর্তমান সময় পর্যন্ত প্রবাহিত। আবার অনেক তাত্ত্বিক ভিন্ন মত পোষণ করেন। তাঁদের মতে, সাম্প্রতিক কালে আমরা নারীবাদের চতুর্থ তরঙ্গে অবস্থান করছি। এই বিষয় গুলির ওপর বিশদভাবে আলোকপাত করা হবে আজকের আলোচনায়।
ড. বাসবী চক্রবর্তী রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা বিভাগের বরিষ্ঠ অধ্যাপিকা, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন বিভাগীয় প্রধান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মানবীবিদ্যা চর্চা কেন্দ্রের সঙ্গে প্রায় দুদশক যুক্ত ছিলেন অতিথি অধ্যাপক হিসাবে। এছাড়া, তিনি কলকাতা, প্রেসিডেন্সি ও পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা বিভাগে অতিথি অধ্যাপক হিসাবে পড়িয়েছেন। তাঁর পছন্দের বিষয় - নারী সমাজবিদ্যা, সম্পর্কে র সমাজবিদ্যা এবং চলচ্চিত্রের সমাজবিদ্যা।
তাঁর সম্পাদিত বই -
প্রসঙ্গ মানবীবিদ্যা
নারীপৃথিবী বহুস্বর
ভারতীয় সমাজ সাম্প্রতিক সমস্যা
সমাজবিদ্যা তাত্ত্বিক রূপরেখা
Women’s Studies Various Aspects।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে নগর অর্থনীতি চর্চা কেন্দ্রে ফেলো হিসেবে নারীশ্রমিক ও কন্যাশিশু শ্রমিকের ওপরে কাজ করেছেন।
বিভিন্ন জার্নালে ও সম্পাদিত গ্রন্হে প্রকাশিত হয়েছে প্রবন্ধ।
বক্তা ও সভাপ্রধান হিসাবে অংশ নিয়েছেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের আলোচনা সভায়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: