বিদেশগামী কেউ প্রতারিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা প্রধানমন্ত্রী
Автор: ZF TV
Загружено: 2019-12-19
Просмотров: 7
Описание:
বিদেশগামী কেউ প্রতারিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী
শুধু অর্থের লোভে নয়, যত্ন ও দায়িত্বের সঙ্গে প্রশিক্ষণ বিদেশে কর্মী পাঠাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রিক্রুটিং এজেন্সিকে সচেতন হবার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিদেশগামী কেউ প্রতারণার শিকার হলে রিক্রুটিং এজেন্সিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অভিবাসী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় অভিবাসন খাতে অবদানের জন্য সেরাদের হাতে তুলে দেন সিআরপি পদক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ বিদেশ গমনেচ্ছুদের সতর্ক করে বলেন, কেউ ধোঁকায় পড়বেন না। কোথায়, কী চাকরিতে যাচ্ছেন, তা আগেই যাচাই-বাছাই করে নেবেন। প্রত্যেক জেলা উপজেলায় নির্ধারিত অফিসের সাহায্য নেবারও পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, প্রশিক্ষিত হয়ে, ভাষাজ্ঞান নিয়ে বিদেশে গেলে, কাউকেই নির্যাতিত হতে হবে না।
প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের দেশ থেকে প্রশিক্ষিত কর্মী বিদেশে যাক। আমরা বিশ্বাস করি, যদি প্রশিক্ষিত কর্মী প্রেরণ করতে পারি, তারা বেশি অর্থ উপার্জন করতে পারবে। দক্ষতা দেখাতে পারবে। আবার দেশে ফিরে আসলে আমাদের দেশের কাজেও তারা লাগতে পারবে বা নিজেরাও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে।
তিনি আরও বলেন, আমরা দেখেছি অনেকে যখন বিদেশে যায়, ঘর-বাড়ি জমি বিক্রি করে যায়। একবারে শুন্য হয়ে বিদেশে যায়। আর সেখানে গিয়ে যদি ধোঁকায় পড়ে একবারে নিঃস্ব হয়ে যায়। সেকারণে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। তাদের সহজ শর্তে ঋণ প্রাপ্তি এবং বিদেশ থেকে ফেরার পর তারা যেন তাদের কর্মসংস্থান চালাতে পারে সে ব্যবস্থাও আমরা করেছি। সেই লক্ষ্যে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরি করে দিয়েছি। যাতে ওই ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশ যেতে পারে, জমি বিক্রি করতে না হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: