#Narada
Автор: Rkmnewtown
Загружено: 2021-03-30
Просмотров: 1683
Описание:
#Narada #Bhaktisutra (sutra 51-57)#নারদীয় ভক্তিসূত্র,সূত্র 51-57)#swami Harimayanana da30.03.202
ভক্তির লক্ষণ/ গৌণী ও পরাভক্তি
৫১। অনির্বচনীয়ং প্রেমস্বরূপম্
অর্থ- প্রেমের স্বরূপ বাক্যদ্বারা প্রকাশ করা যায় না।
৫২। মূকাস্বাদনবৎ।
অর্থ- বোবা ব্যক্তির রস আস্বাদনের মতো প্রেম কেবল অনুভব করা যায়।
৫৩। প্রকাশতে ক্বাপি পাত্রে।
অর্থ- কোন কোন উপযুক্ত অধিকারীতে প্রেমের প্রকাশ দেখা যায়।
৫৪। গুণরহিতং কামনারহিতং প্রতিক্ষণবর্ধমানম্ অবিচ্ছিন্নং সূক্ষ্মতরম্ অনুভবরূপম্।
অর্থ- এই প্রেম গুণরহিত, সকল প্রকার স্বার্থপর বাসনা মুক্ত, নিরবচ্ছিন্ন ধারায় প্রতিক্ষণে বৃদ্ধিপ্রাপ্ত হয়,সূক্ষ্মতম থেকে সূক্ষ্মতর একটি অনুভূতি।
৫৫। তৎপ্রাপ্য তৎ এব অবলোকয়তি তদেব শৃণোতি,তদেব ভাষয়তি তদেব চিন্তয়তি।
অর্থ-এই প্রেম লাভ করে প্রেমিক কেবল এই প্রেম দর্শন করেন, এই প্রেম শ্রবণ করেন, এই প্রেম বর্ণনা করেন, এই প্রেম চিন্তা করেন।
৫৬। গৌণী ত্রিধা গুণভেদাৎ আর্তাদি ভেদাৎ বা।
অর্থ-সত্ত্ব, রজঃ ও তমঃ – এই ত্রিবিধ গুণভেদে অথবা আর্ত, জিজ্ঞাসু ও অর্থার্থী এই তিন প্রকার ভক্ত ভেদে গৌণীভক্তি তিন প্রকার।
৫৭। উত্তরস্মাৎ উত্তরস্মাৎ পূর্বপূর্বা শ্রেয়ায় ভবতি।
অর্থ- এই তিন শ্রেণীর ভক্তের মধ্যে প্রথম শ্রেণী শ্রেষ্ঠ, তার পরের শ্রেণী মধ্যম ও তার পরের শ্রেণী অধম।
গৌনি ভক্তি ও পরা ভক্তি
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: