জাতীয় যুবশক্তি খাগড়াছড়ির নবগঠিত কমিটির পরিচিতি সভা
Автор: Channel 7
Загружено: 2025-09-26
Просмотров: 8
Описание:
#খাগড়াছড়ি #family #news #viral #Bangladesh #love #CHANNEL7
জাতীয় যুবশক্তি খাগড়াছড়ির নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে যুবশক্তি এনসিপির খাগড়াছড়ি জেলা কমিটি মহাজন পাড়ার একটি রেস্টুরেন্টে এই পরিচিতি সভার আয়োজন করা হয়।
জাতীয় যুবশক্তির খাগড়াছড়ি জেলা আহ্বায়ক আহ্বায়ক জুনেল চাকমার সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল ত্রিপুরার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন,জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সদস্য হারিচুর রহমান রনি।
এতে প্রধান অতিথি বলেন, এদেশে আর কোন অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবেনা। বৈষম্যহীন এই দেশ ও জাতির কল্যাণে কাজ করবে জাতীয় যুবশক্তি। কোন অপশক্তি যেন দেশের সাধারন মানুষকে ক্ষতিগ্রস্ত করতো না পারে সে লক্ষে শক্তিশালী ভুমিকার পাশাপাশি বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে মন্তব্য করেন অতিথিরা।
খাগড়াছড়ি আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো: আবু নাঈম, মুখ্য সংগঠক মো: ইসমাইল হোসেন সুমন, সিনিয়র সংগঠক লিসি ত্রিপুরা প্রমুখ। পরিচিতি সভায় জাতীয় যুবশক্তির ৭ দফা ইসতেহার তুলে ধরে বক্তারা সাংগঠনিক কার্যক্রমের কার্যপ্রণালি তুলে ধরে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এতে বক্তারা বলেন, কোন অপশক্তি যেন দেশে দুর্নীতি,লুটপাট করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে না পারে সে জন্য স্বোচ্ছার থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে বদ্ধপরিকর করে মন্তব্য করেন বক্তারা।
এর আগে কেন্দ্র থেকে গত ১২ সেপ্টেম্বর ৩৫ সদস্য বিশিষ্ট ঘোষিত খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন প্রধান অতিথি। আগামী ১ বছরের জন্য কমিটিতে জুনেল চাকমা আহ্বায়ক ও জাহিদা আক্তার সদস্য সচিব ও
মো: ইসমাইল হোসেন সুমনকে মুখ্য সংগঠকসহ ৩৫ সদস্য বিশিষ্টি কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় জাতীয় যুবশক্তির আহবায়ক অ্যাডভোকেট মো: তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।
Welcome to Channel 7, your go-to source for the latest news and current events! In today's video, we discuss [briefly describe the topic, e.g., "the recent election results," "the impact of climate change on communities," or "new tech breakthroughs"].
Stay informed with our in-depth analysis and expert insights. Don’t forget to like, subscribe, and hit the notification bell to never miss an update!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: