ভর্তির সময়সীমা বৃদ্ধির নোটিশ সকল বেসরকারি ডিপ্লোমা( ইঞ্জিঃ, টেক্সঃ, কৃষি,ফিসাঃ) এইচএসসি (বিএম/ভোক)
Автор: Engr. Sanowar Hossain
Загружено: 2020-09-26
Просмотров: 1469
Описание:
#polytechnic_admission_2020 #diploma admission 2020 #politecnic vorti #diploma vorti #politecnic_vorti 2020 #diploma # polytechnic #polytechnic_admission
ভর্তির সময়সীমা বৃদ্ধির নোটিশ । সকল বেসরকারি ডিপ্লোমা প্রতিষ্ঠান( ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, কৃষি,ফিসারিজ) এবং এইচএসসি (বিএম/ভোক)
নোটিশ লিংকঃ
https://drive.google.com/file/d/17-l2...
প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
বাংলাদেশের বেকার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সাধারণ শিক্ষায় শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি। তাই আমাদের সরকার বিভিন্নভাবে কারিগরি শিক্ষা বিস্তারের জন্য পরামর্শ দিচ্ছে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা ও সৃষ্টি করছে। তাই আমাদেরকেও সেই ডাকে সাড়া দিয়ে নিজেকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে যোগ্য করে তুলে ভবিষ্যৎ বেকারত্বের হাত থেকে মুক্তি পাওয়ার উপায় অবলম্বন করা উচিত।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
ইতিমধ্যেই সরকারি পলিটেকনিকে অনলাইন আবেদনের সময়সীমা শেষ হয়েছে। আগামী 3 অক্টোবর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অপেক্ষমাণ তালিকায় যারা আছ তাদের একটা ফলাফল দিবে। এরপর 3 থেকে 5 অক্টোবরের মধ্যে নিশ্চায়ন সম্পন্ন করে প্রতিষ্ঠানে 5 তারিখের মধ্যেই ভর্তি হতে হবে। 6 অক্টোবর হতে আগে আসলে আগে পাবে ভিত্তিতে প্রতিষ্ঠানে গিয়ে সিট খালি থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ পাবে। তবে যে পরিমাণ প্রার্থী অপেক্ষমাণ তালিকায় তোমরা আছো তোমাদের সকলের সরকারি প্রতিষ্ঠানে অধ্যয়ন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না। অথচ তুমি সিদ্ধান্ত নিয়েছিলে তুমি একজন ইঞ্জিনিয়ার হবে। তোমার সিদ্ধান্ত তো সঠিক ছিল। কিন্তু হয়তো চয়েস দিতে ভুল করায় অথবা অন্য যে কোন কারনে তোমার সরকারি প্রতিষ্ঠানে চান্স হলো না। তাহলে তুমি কি আবারও সাধারণ শিক্ষায় লেখাপড়া করবে? না, কক্ষনো না। কারণ তোমার হাতে এখনো অনেকগুলো অপশন আছে। যা দিয়ে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো। এমনকি কারো কারো হাতে এমন সুযোগ আছে যা ব্যবহার করে সে আবারও সরকারি পলিটেকনিকে চান্স পেতে পারে। অবশ্য সরাসরি নয়, বিকল্প পথে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
এখন আসা যাক আসল কথায়। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড তোমাদের চাহিদার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে বেসরকারি সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ডিপ্লোমা, কৃষি ডিপ্লোমা ও ফিসারিজ ডিপ্লোমা প্রতিষ্ঠান এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে তথা টিএসসিতে এইচএসসি ভোকেশনাল এবং সকল এইচএসসি বিএম শিক্ষাক্রম এর ভর্তির মেয়াদ আগামী 20 অক্টোবর, 2020 তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের স্মারক নম্বর ৫৭.১৭.০০০০.২১৮.৩২.০০১.১৯.১৩৪ তারিখ ২৩-০৯-২০২০ মোতাবেক জনাব মোঃ জহিরুল ইসলাম উপ-পরিচালক (এল এম ডি), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর ৫৭.০০.০০০০.০৫২.২২.০০২.১৮-১৩৫, তারিখ ৩১-০৫-২০২০ খ্রিঃ মোতাবেক গঠিত কমিটির সভা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোরাদ হোসেন মোল্লার সভাপতিত্বে গত ২০-০৯-২০২০ খ্রিঃ রোজ রবিবার সন্ধ্যা 6:30 ঘটিকায় বুয়েটে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় 4 নম্বর সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি সকল ডিপ্লোমা (ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, কৃষি ও ফিসারিজ) এবং এইচএসসি( বিএম ও ভোকেশনাল) শিক্ষাক্রম এর ভর্তির সময়সীমা আগামী ২০-১০-২০২০ খ্রিঃ পর্যন্ত বৃদ্ধি করা হলো। নোটিশটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
তোমরা যারা এসএসসি ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল পাস করেছো, তারা যদি সরকারি টিএসসিতে এইচএসসি ভোকেশনাল এ ভর্তি হও তাহলে এইচএসসি ভোকেশনাল পাশ করার পর তোমাদের সামনে অনেকগুলো অপশন খুলে যাবে।
প্রথম অপশন হলো তোমরা সরাসরি চতুর্থ পর্বে সংশ্লিষ্ট টেকনোলজিতে সরকারি পলিটেকনিকে অথবা টিএসসি তে ভর্তি হতে পারবে।
দ্বিতীয় অপশন হলো চীন সরকারের বৃত্তি নিয়ে চীনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাবে।
তৃতীয় অপশন হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাবে।
চতুর্থ অপশন হলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এএম আইই তে ভর্তি হয়ে ইঞ্জিনিয়ারিং এ এএমআই ই ডিগ্রী অর্জন করতে পারবে, যা বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সমমান।
টিএসসিতে পড়লে তোমার ভর্তি হতে যে খরচ লাগবে তার থেকে অনেক বেশি তোমাকে বৃত্তি ও শিল্প-কারখানায় প্রশিক্ষণ ভাতা বাবদ প্রদান করা হবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ
তোমাদের যাদের আর্থিক সামর্থ্য আছে তারা ভালো কোন বেসরকারি পলিটেকনিকে অথবা টেক্সট টাইল কৃষি বা ফিশারিজ বিষয়ে ডিপ্লোমা করার জন্য কোন ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারো। তাহলে কমপক্ষে তুমি একটি কারিগরি শিক্ষা গ্রহণ করতে পারবে যা শিখে ভবিষ্যতে একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
ভালো কোন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই করার ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের চতুর্থ পর্ব থেকে সপ্তম পর্ব পর্যন্ত ফলাফল দেখতে হবে। এছাড়া ওই প্রতিষ্ঠানের ভালো শিক্ষক, ব্যবহারিক ফ্যাসিলিটিজ, ইত্যাদি দেখতে হবে। এজন্য নিকটস্থ কোনো সরকারি পলিটেকনিক বা টিএসসিতে গিয়ে শিক্ষকগণের কাছে পরামর্শ নিতে পারো।
আর যদি আর্থিক স্বচ্ছলতা কম থাকে তাহলে পার্শ্ববর্তী একটা ডিপ্লোমা প্রতিষ্ঠানে হলেও ভর্তি হও। যেভাবেই হোক না কেন তোমরা একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হও এ কামনা করি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
তোমাদের কোনো জানার থাকলে কমেন্ট বক্সে লিখলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এসো, এভাবে আমরা পরস্পর পরস্পরকে সহায়তা করে বাংলাদেশকে একটি ক্ষুধা ও
দারিদ্র্যমুক্ত সুখী, সমৃদ্ধশালী ও আধুনিক সোনার বাংলায় রূপান্তর করি।
আজ এ পর্যন্তই। ভবিষ্যতে আবারও আরো কোন ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। সে পর্যন্ত ভালো থাকো, থাকো নিরাপদে।
সকলকে ধন্যবাদ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: