শীতকালীন পাংগাস মাছের যত্ন। শীতের সময় পাংগাস মাছের পোনা ভাইরাস থেকে রক্ষার উপায়।মাছের রোগ প্রতিরোধ
Автор: Riyad Fish Farm BD
Загружено: 2020-10-20
Просмотров: 10488
Описание:
ভাল উৎপাদন পাওয়ার জন্য সুস্থ ও সবল পোনা নির্দিষ্ট হারে মজুদ করা উচিত । পুকুরে কতটি পোনা ছাড়তে হবে তা পুকুরের আকার আয়তনের ওপর নির্ভর করবে । অধিক মজুদ ঘনত্ব পরিহার করতে হবে। পাংগাসের একক চাষে উন্নত জাতের ১০-১৫ সে.মি. আকারের উন্নতমানের পোনা শতাংশে ১০০-১২০ টি হারে মজুদ করতে হবে । পোনা প্রাপ্তির ওপর পোনা মজুদের সময় নির্ভর করে। তবে মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত মাছ দ্রুত বাড়ে বিধায় পোনা মার্চ মাসের মধ্যেই মজুদ করতে পারলে ভাল হয়। মিশ্রচাষের জন্য পোনা মজুদের সংখ্যা নিম্নে দেয়া হলো
;;মাছের দ্রুত বৃদ্ধির জন্য প্রাকৃতিক খাদ্যের পাশপাশি সম্পূরক খাবার সরবরাহ করতে হবে ।
;;গুনগত মানসম্পন্ন্ খাদ্য প্রদানের ওপরই পাঙ্গাসের বৃদ্ধির হার প্রত্যভাবে নির্ভরশীল ।
;;খাদ্যে গুনগত মানসম্পন্ন উপাদান ব্যবহার করতে হবে এবং প্রোটিনের পরিমান ২৮-৩২% নিশ্চিত করতে হবে।
;;মজুদকৃত মাছের বয়স ও দৈহিক ওজনের সঠিক হারে খাদ্য প্রয়োগ নিশ্চিত করতে হবে। অতিমাত্রায় খাদ্য ব্যবহার পরিহার করতে হবে।
;;মাছ ছাড়ার পরের দিন থেকে মজুদকৃত মাছের প্রথম দিকে ১০ -১৫% হারে ও পরে মাসে মাসে ২ – ৩% কমিয়ে হারে প্রতিদিন সকালে (৫০%) ও বিকালে (৫০%) খাবার দিতে হবে।
;;মাছ মজুদের পর প্রতি ১৫ দিনে একবার জাল টেনে মাছের নমুনায়নের মাধ্যমে গড় ওজন জেনে খাবারের পরিমাণ নির্ধারণ করতে হবে
***** মাছ চাষের প্রকৃত উদ্দেশ্য হলো অল্প সময়ের মধ্যে বিক্রিযোগ্য মাছ উৎপাদন করা। উলেখিত পদ্ধতিতে ৮-১০ মাস চাষ করলে মাছ গড়ে ১.৫-২.৫ কেজি ওজনের হয়ে থাকে এবং বিক্রি যোগ্য হয়।
মাছ ধরার জন্য টানা বেড়জাল ব্যবহার করা যেতে পারে। বাজারে বিক্রয় করতে হলে খুব ভোরে মাছ ধরার কাজ শুরু করা উচিত।
উপরোক্ত পদ্ধতিতে মাছের মিশ্রচাষ করে হেক্টর প্রতি বছরে ২৫-৩০ টন মাছ উৎপাদন করা সম্ভব হয়েছে ।
call us for any kind of fish seeds 01724418446
#riyadfishfarmbd
#panggasfish
#rffbd
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: