তিন বন্ধুর গুপ্তধন মিশন I Bangla Cat Story
Автор: Animal Stories
Загружено: 2025-11-20
Просмотров: 648
Описание:
তিন বন্ধুর গুপ্তধন মিশন I Bangla Cat Story #animalshorts #animals #shorts #catvideos
গল্পঃ
এক ছিল ছোট্ট, প্রাণবন্ত একটা বিড়াল—নাম তার টফি। টফি ছিল দুষ্টুমিতে পটু, চঞ্চল আর ভীষণ কৌতূহলী। সেই চকচকে দুই চোখ সব সময় নতুন কিছু খুঁজে বেড়াতো।
একদিন টফি খেলে খেলে চলে গেলো শহরের এক পুরনো, ধুলোমাখা লাইব্রেরির সামনে। কাঠের দরজা, জানালায় ফাটল, আর ভেতরের আলো ছিলো রহস্যময়। জায়গাটার রহস্যময় ভাব যেনো টফিকে আরও টানছিলো।
কোনো দ্বিধা না করে টফি সাহস করে ভেতরে ঢুকে পড়লো।
ভেতরে গিয়ে সে বইয়ের তাকের সামনে দাঁড়ালো। হঠাৎ নজরে পড়লো—একটা মোটা, পুরনো, রহস্যময় বই। ধুলো ঝেড়ে বইটা খুলতেই টফির চোখ বড় হয়ে গেলো।
বইয়ের পাতায় ছিলো এক পুরনো মানচিত্র—যেখানে বিড়ালদের গোপন ইতিহাস আর এক গুপ্তধনের সংকেত আঁকা ছিলো। আর বলা ছিল, ওই গুপ্তধন কেবল বিড়ালরাই খুঁজে পেতে পারে!
উত্তেজনায় টফির মন অধীর হতে লাগলো।
এরপর তার পথের সঙ্গী হলো এক বৃদ্ধ, মৃদুভাষী, জ্ঞানী বিড়াল। চোখে ছোট্ট চশমা, মুখে অভিজ্ঞতার রেখা। সেই জ্ঞানী বিড়াল টফিকে মানচিত্র পড়তে শেখালো, তারপর তারা বেরিয়ে পড়লো অভিযানের পথে।
এভাবেই তাদের পথের সঙ্গী হলো আরেকজন সাহসী বিড়াল, সে দুঃসাহসিক অভিযানের জন্য সদা প্রস্তুত। দু’জনে টফির বন্ধু হয়ে গেলো, আর তিনজনে মিলে শুরু হলো যাত্রা।
তিন বন্ধু, পেরিয়ে গেলো ঘনো বন, উঠলো পাহাড়ে, ছুটলো পুরনো ধ্বংসাবশেষে। হাতে ছিলো মানচিত্র, চোখে স্বপ্নের উত্তেজনা।
শেষমেষ তারা পৌঁছালো এক রহস্যময় স্থানে—
যেখানে গুপ্তধন থাকার কথা ছিলো।
কিন্তু বিস্ময়!
সেখানে সোনা-রত্ন কিছুই ছিলো না।
তখন, তারা একে অপরকে জড়িয়ে ধরে হাসতে লাগলো!
কারণ তারা বুঝে গেলো—
যে বন্ধুত্ব, সাহস আর আনন্দ তারা এ অভিযানে পেয়েছে,
তাই তো আসল গুপ্তধন।
তারা তাদের বাসার উদ্দেসসে বেরিয়ে পরলো
মুখে হাসি, মনে শান্তি, আর হৃদয়ে ঝলমলে এক অমূল্য অভিজ্ঞতা।
বন্ধুরা এরকম আরো মজার মজার গল্প পেতে, আমার চেনেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: