ওস্তাদ হাসান বসরি ও সাগরেদ হাবীবে আজমী এর কথার লড়াই।
Автор: জাযীরাতুল আরব
Загружено: 2025-05-21
Просмотров: 772
Описание:
ওস্তাদ হাসান বসরি ও সাগরেদ হাবীবে আজমী এর কথার লড়াই। এটি একটি অসাধারণ ইসলামিক অলৌকিক কাহিনী। যেখানে অলৌকিক ভাবে হাবীবে আজমীর দরবারে খাবার আসে। একদিন হযরত হাসান বসরী রহমাতুল্লাহি আলাইহি, হাবীবে আজমী এর কাছে গমন করেন। হাবীবে আজমীর নিকট খাওয়ার জন্য শুধুমাত্র একখানা যবের রুটি, ও কিঞ্চিৎ লবন ছিল। তিনি তাই হাসানকে খেতে দিলেন। হাসান খেতে আরম্ভ করেছেন মাত্র, এমন সময় একজন ভিক্ষুক আসলো। হাবীবে আজমী তৎক্ষনাৎ হযরত হাসানের সামনে হতে উক্ত রুটি এবং লবন উঠিয়ে নিয়ে ভিক্ষুককে দান করলেন। এতে হযরত হাসান বললেন, "হাবীব। তোমাকে বড় উপযুক্ত লোক বলেই জানি, তবে এর সাথে যদি কিছু এলম থাকত তবে ভাল হতো। কেননা, মেহমানের সামনে হতে সমস্ত রুটি উঠিয়ে লওয়া কখনও উচিত হয়নি। ভিক্ষুককে তা হতে এক টুকরা দিলেই হত।" হাবীব এই কথার কোন উত্তরই প্রদান করলেন না। কিছুক্ষণ পরে সেখানে এক গোলাম এক বাঞ্চা-ভরা কোরমা ও মিষ্টান্ন, এবং অন্য খাঞ্চা-ভরা উৎকৃষ্ট রুটি নিয়ে সেখানে উপস্থিত হয়। ঐ খাঞ্চাতে পাঁচশত দিরহামও ছিল। হাবীব মুদ্রাগুলো তখনই দরিদ্রদের মধ্যে দান করে দিলেন, এবং হযরত হাসান বস্ত্রীসহ রুটি ও মিষ্টান্ন আহার করলেন।
This is a very interesting Islamic story. This extraordinary islamic story. where as hasan basri and habib-a-azmi is main characters.
#হাসান_বসরি #হাসান_বসরী #অলৌকিকঘটনা #অলৌকিকগল্প #ইসলামিক_কাহিনী #ইসলামিক_ভিডিও #বসরানগরী
#islamicshorts #islamicvideo #islamicshort#islamicvideos #islamicstories #history
@মহাভাবনা১ @islamicBinudon @jazeeratularabe
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: