নরেন্দ্র মোদীর জীবনী তুলে ধরবেন বিবেক!
Автор: E News Bangla
Загружено: 2019-01-02
Просмотров: 97
Описание:
বলিউড এখন বায়োপিকময়। শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরে ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ওপর তৈরি ছবির ট্রেলার সদ্য প্রকাশ্যে এসেছে। তা নিয়ে সরগরম টিনসেল টাউন থেকে জাতীয় রাজনীতি। তার মধ্যেই খবর, এ বার বায়োপিক ট্রেন্ডে ঢুকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদীর জীবনের ওপর সিনেমা তৈরি করতে চলেছেন পরিচালক উমঙ্গ কুমার।
সে ছবির প্রি-প্রোডাকশনের কাজও নাকি শুরু করে দিয়েছেন তিনি। সবুজ সঙ্কেত মিলেছে প্রধানমন্ত্রীর দফতর থেকেও। জানা গিয়েছে, অভিনেতা বিবেক ওবেরয় রয়েছেন নাম ভূমিকায়।
সম্ভবত ২০১৯-এর সাধারণ নির্বাচনের আগেই মুক্তি পাবে এই ছবি। ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন খোদ পরিচালক। এই ছবির বেশির ভাগ অংশের শুটিং হবে গুজরাট, হিমাচল এবং দিল্লিতে।
প্রথমে অভিনেতা-সাংসদ পরেশ রাওয়ালের এই ছবির নাম ভূমিকায় অভিনয়ের কথা থাকলেও; পরে সরে যান তিনি। তাঁর জায়গায় নেওয়া হয় বিবেক ওবেরয়কে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: