জানেন জন্মনিয়ন্ত্রণ পিল খেলে কী মারাত্মক প্রভাব ফেলে? এর ফলে শরীরে কি কি ক্ষতি হতে পারে জানেন?
Автор: Akash Barta
Загружено: 2023-06-16
Просмотров: 263
Описание:
জন্মনিয়ন্ত্রণের অন্যতম পদ্ধতি হচ্ছে জন্মনিরোধক বড়ি বা পিল। আমাদের সমাজে পিল খাওয়া নিয়ে অনেক কুসংস্কার আছে। কেউ কেউ বলেন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করলে বা পিল খেলে পরে আর সন্তান হয় না।আসলে এটি সঠিক না। কখনো কখনো হয়তো সন্তান ধারণে একটু দেরি হয়। পিল পুরোপুরি সন্তান গর্ভে আসা বন্ধ করে দেয়, কিংবা সন্তান ধারন ক্ষমতা নষ্ট করে দেয় এমনটা কিন্তু ঠিক না।
আমাদের দেশে খুব একটা ভুল ধারনা আছে `পিল` নিয়ে। বিয়ের পরে মা ও শ্বাশুরী বলেন, পিল খেও না। পিল খেলে কখনো বাচ্চা হবে না।
ফলে তারা (মেয়েরা) পিল খাওয়া বন্ধ করে দেয়। যার ফলে সন্তান কনসিভ করে। কনসিভ করার পর তারা ভাবে আমরা এখনো পড়ালেখা করছি। সন্তান নেওয়ার জন্য প্রস্তুত না। ফলে বাচ্চাটা এই মুহূর্তে আমরা চাচ্ছি না। তখন তারা এমআর (মিনস্ট্রুয়াল রেগুলেশন) করায় বা অ্যাবরশন করায়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: