কোরবানী কার উপর ওয়াজিব। পিতার হাতে পুত্র কোরবানী।
Автор: NHA MEDIA
Загружено: 2024-06-01
Просмотров: 421
Описание:
কোরবানী কার উপর ওয়াজিব। পিতার হাতে পুত্র কোরবানী। @NHAMEDIA80 #কোরবানী#ওয়াজিব
#huda
#quran
#allah
হাবিল একটি সুস্থ ও মোটাতাজা দুম্বা উৎসর্গ করল আর কাবির তার কিছু সূর্য শস্য উৎসর্গ করলো। তখন সবজি ও শস্য কোরবানির জন্য উৎসর্গ করা যেত। কোন কোন উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা আর কাবিল উৎ আর কাবিলউৎসর্গ করেছিল নিম্নমানের শস্য। আল্লাহ হাবিবের কোরবানি কবুল করলেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর দুয়ার ফসল হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া করেছিলেন। আল্লাহতালা তার দোয়া কবুল করে সহনশীল এক নেক সন্তান দান করেছিলেন। যিনি হলেন হযরত ইসমাইল আলাইহিস সাল্লাম। কুরআনুল কারীমে হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হওয়া এবং সন্তানকে কুরবানী দেওয়ার নির্দেশ ও ঘটনা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। অতঃপর যখন আলাইহিস সালাম পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে বৎস! আমি স্বপ্নে দেখেছি যে, তোমাকে যবেহ করছি। এখন তোমার অভিমত কি? ইসমাইল আলাইহিস সালাম বলেন হে পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। আল্লার ইচ্ছায় আপনি আমাকে সবুরকারী(সহনশীল) পাবেন। (সুরা সাফফাতঃআয়াত ১০২)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: