news for gq ball pen I অস্বাভাবিক লেনদেন এবং দর বৃদ্ধি কারণ তদন্ত করবে বিএসইসি I অস্বাভাবিক লেনদেন
Автор: Sharebazar Tv
Загружено: 2025-03-24
Просмотров: 223
Описание:
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক লেনদেন দাম বৃদ্ধি কারণ তদন্ত করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে জিকিউ বলপেনের শেয়ারের দাম ও লেনদেন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। যা বিএসইসির কাছে অস্বাভাবিক ও সন্দেহজনক মনে হয়েছে। এ কারণে কোম্পানিটির লেনদেন ও দাম বৃদ্ধির কারণ তদন্ত করার কাজ করছে বিএসইসি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ২ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১২২ টাকা ১০ পয়সা। আজ ২৪ মার্চ বাজারে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ১৫৯ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।
এতে দেখা যায়, আড়াই মাসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৩৭ টাকা ৪০ পয়সা। এমন দর বৃদ্ধির পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য ছিল না। যে কারণে এ দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে সংস্থাটি।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৯৫ পয়সা।
অন্যদিকে, অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ০৪ পয়সা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: