আসলেই কি বাংলাদেশে আসছে অ্যামাজন? - Banglavision - 22 Sep 2025
Автор: Syed Almas Kabir
Загружено: 2025-09-24
Просмотров: 671
Описание:
ই-কমার্স ব্যবসার প্রধান ভিত্তি হলো আস্থা ও বিশ্বাস। আমাদের দেশে এই উদীয়মান সেক্টরে বারবার সেটব্যাক হয়েছে কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে। কয়েক বছর আগের ই-ভ্যালী কাণ্ড এবং সাম্প্রতিক ফ্লাইট এক্সপার্ট কাণ্ডে ভোক্তাদের মনে সন্দেহ বৃদ্ধি পেয়েছে, আর তা' বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে অনলাইন-ভিত্তিক ব্যবসার প্রসারে।
এখন নতুন আরেকটি প্রতারণামূলক প্রতিষ্ঠান Amazon-এর লোগো ব্যবহার করে বাংলাদেশে ব্যবসা শুরু করার পাঁয়তারা করছে। ক্রেতা সাধারণকে ধারণা দেওয়া হচ্ছে যে Amazon বাংলাদেশে আসছে। এটা সত্যি হলে BIDA-র অনুমতির প্রয়োজন ছিল। কিন্তু এধরণের কোন অনুমতি বা নিবন্ধন নেয়া হয়নি। তাই, আমাদের সকলের সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন যাতে আমরা আবার কোনভাবে প্রতারিত না হই এরকম অসাধু ব্যবসায়ীর সাজানো কোন ফাঁদে পা দিয়ে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: