ছাত্র রাজনীতি নিয়ে গান
Автор: নতুন ন্যারেটিভ টিভি
Загружено: 2025-08-09
Просмотров: 10
Описание:
বই খুলে বসি, চোখ যায় জানালায়,
রাজপথ ডাকে, ঢোল বাজে গলায়।
সকালে মিছিল, বিকেলে সমাবেশ,
পড়ার খাতা ফেলে শ্লোগানই শেষ।
লাইব্রেরি ফাঁকা, চায়ের দোকান ভরা,
ক্লাসের বদলে ব্যানারই ধরা।
পরীক্ষার দিনেও সভা মিস নাই,
শিক্ষকের চোখে শুধু দীর্ঘশ্বাস পাই।
রাজনীতির নেশায় বন্ধুরা সব মিলে,
দল বদলে যায়, স্বপ্ন থাকে শূন্যিলে।
একদিন হঠাৎ গুলি চলে হানায়,
মাটিতে লুটিয়ে পড়ে জীবন থমকায়।
মায়ের কান্না, বাবার চোখ লাল,
বন্ধুরা বলে—"শহীদ" তোর নাম কাল।
ডিগ্রি নেই হাতে, কবর পাথরে নাম,
রাজনীতির পথে এভাবেই শেষ হল গাম।
August 9, 2025 at 12:58 PM বই খুলে বসি, চোখ যায় জানালায়,
রাজপথ ডাকে, ঢোল বাজে গলায়।
সকালে মিছিল, বিকেলে সমাবেশ,
পড়ার খাতা ফেলে শ্লোগানই শেষ।
লাইব্রেরি ফাঁকা, চায়ের দোকান ভরা,
ক্লাসের বদলে ব্যানারই ধরা।
পরীক্ষার দিনেও সভা মিস নাই,
শিক্ষকের চোখে শুধু দীর্ঘশ্বাস পাই।
রাজনীতির নেশায় বন্ধুরা সব মিলে,
দল বদলে যায়, স্বপ্ন থাকে শূন্যিলে।
একদিন হঠাৎ গুলি চলে হানায়,
মাটিতে লুটিয়ে পড়ে জীবন থমকায়।
মায়ের কান্না, বাবার চোখ লাল,
বন্ধুরা বলে—"শহীদ" তোর নাম কাল।
ডিগ্রি নেই হাতে, কবর পাথরে নাম,
রাজনীতির পথে এভাবেই শেষ হল গাম।
August 9, 2025 at 12:58 PM
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: