ইফতারের ২টি দোয়া । ইফরেরর আগে ও ইফতারের শেষে । পবিত্র মাহে রমজানের দোয়া ও আমল
Автор: ইসলাম শিক্ষা বাংলা
Загружено: 2022-04-07
Просмотров: 125
Описание:
#মাহে রমজান #দোয়া
ইফতারের ২টি দোয়া । ইফরেরর আগে ও ইফতারের শেষে । পবিত্র মাহে রমজানের দোয়া ও আমল
ইফতার ও সাহরি রমজানের অন্যতম ইবাদত। রাতের শেষ ভাগে সাহরি খাওয়া যেমন সুন্নাত ও কল্যাণের তেমনি দ্রুত ইফতার করায় রয়েছে বিশেষ কল্যাণ। এ কল্যাণ পেতে রোজাদারের ইফতারের আগে ও পরে রয়েছে বিশেষ দোয়া ও নিয়ম। তা আজ বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য তুলে ধরা হলো-
ইফতারের আগে এ দোয়া পড়া-
بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য হাদিসে যথাসময় ইফতার করার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, ‘মানুষ যতদিন ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে ইফতার করবে; ততদিন তারা কল্যাণ লাভ করবে।'
ইফতারের সময় করণীয়
*সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা।
ইফতারের সময় অন্য কাজে ব্যস্ত না হয়ে ইফতার করা।
*ইফতারের সময় বেশি বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করা।
*খেজুর, সাদা পানি কিংবা দুধ দিয়ে ইফতার করে মাগরিবের নামাজ জামাতে পড়া।
*ইফতারে দেরি করে জামাত তরক না করা।
*ইফতারের সময় ভারী খাবার না খাওয়া। মাগরিব আদায় করে তৃপ্তিসহ পরিমাণ মতো খাবার খাওয়া। আর তাতে শরীর থাকে সুস্থ ও সবল।
ইফতারের সময় অতিরিক্ত খাবার খেলে জামাত ও ইবাদত থেকে বঞ্চিত হতে হয়।
ইফতারের পর বা ইফতার করার সময় এ দোয়া পড়া-
হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করাকালীন সময়ে বলতেন-
ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ
বিশেষ করে ইফতারের কিছু সময় আগে ইফতারি সামনে নিয়ে বসে বসে তাসবিহ-তাহলিল, তাওবাহ-ইসতেগফার, দোয়া-দরূদ পড়ার মাধ্যমে সময় অতিবাহিত করা। ইফতারের আগ মুহূর্ত থেকে ইফতার করার সময় আল্লাহ তালা বান্দার যে কোনো দোয়া কবুল করে নেন।
Like, comments, share and subscribe now.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: