দেশীয় মাছের রেণুর হ্যাচারি করে ভাগ্য বদলেছে চঞ্চল হোসেনের। দেশী মাছ চাষ পদ্ধতি।। Native fish farming
Автор: Varendra News
Загружено: 2019-10-25
Просмотров: 36021
Описание:
দেশীয় মাছের ডিমের হ্যাচারি করে ভাগ্য বদলেছে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কাশিমালা গ্রামের চঞ্চল হোসেন। এখন তিনি নওগাঁর বদলগাছী উপজেলায় যুবকদের রোল মডেল। মৎস্য চাষের রেণু উৎপাদনে জেলা ও উপজেলা পর্যায়ে দু’বার পুরস্কার পেয়েছেন তিনি।
অভাবের কারণে পড়াশোনা বেশি দূর এগোতে পারেনি। সংসারে অভাবের তাড়নায় এক সময় মাছের আড়তে কাজ করতেন চঞ্চল হোসেন।
মাছের আড়তে কাজ করার সময় চঞ্চল দেখতে পান দেশীয় মাছের দাম অন্য মাছের তুলনায় বেশি। এ থেকেই বিলুপ্ত প্রজাতির দেশীয় মাছের রেণু উৎপাদনের চিন্তা আসে মাথায়।
মাছের আড়তে কাজ ছেড়ে দিয়ে নিজেই কিছু করার পরিকল্পনা করেন। এরপর ২০০৪ সালে ৯ হাজার টাকা দিয়ে একটি পুকুরে দেশীয় মাগুর মাছ চাষ শুরু করেন। সফলতা পাওয়ায় পরের বছর আরও একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন।
মাছ চাষ করতে গিয়ে তিনি উপলব্ধি করেন দেশীয় মাছের রেণু সংগ্রহ করা ছিল কষ্টকর। এক সময় ডিম বা রেণুর চাহিদা বৃদ্ধি পাওয়ায় নিজেই বাড়িতে শুরু করেন দেশীয় মাছের রেণুর হ্যাচারি।
এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বছর বছর বাড়তে থাকে রেণুর চাহিদা।
হ্যাচারিতে দেশীয় শিং, মাগুর, টেংরা, গুলসা টেংরা, পাবদা, কৈ, চিতল, গুচি, পুঁটি, তেলাপিয়া, পাঙ্গাশ ও বাইমসহ কয়েক প্রজাতির মাছের রেণু উৎপাদন করা হয়। হ্যাচারি থেকে প্রতিমাসে প্রায় ৩০০ কেজি রেণু উৎপাদন করা সম্ভব তার হ্যাচারিতে। তবে প্রচারের অভাবে তেমন সাড়া মিলছে না।
দর্শক আমরা এখন জেণে নিবো। কিভাবে তিনি দেশীয় মাছের হ্যাচারি করবেন? মাছ চাষের পদ্ধতি ও তার কাছ থেকে রেনু কেনার উপায়
Our Website
www.varendranews.com/
Our Youtube Channels
/ varendranews
Our Facebook Page
/ varendra-news-1151827234917567
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: