অরজিনাল সাজেকের জীবন সংগ্রাম | মিজোরাম সীমান্তে
Автор: Pahar Sumon
Загружено: 2024-08-28
Просмотров: 70
Описание:
সাজেক পর্যটন কেন্দ্রে দাঁড়িয়ে আপনি মিজোরাম সীমান্তবর্তী যে পাহাড়ের সারি দেখতে পান, তার মাঝের অংশেই মেঘ জমে। এই মেঘ দেখতেই পর্যটন কেন্দ্রে ভীড় জমে, ভ্যালির সৌন্দর্য দেখতে দেখতে হয় আনন্দ আয়োজন।
সাজেক পর্যটন কেন্দ্র থেকে মিজোরাম এর সীমান্তবর্তী রিজলাইনের মাঝের মেঘের এই সৌন্দর্যটাই সাজেক ভ্যালী। কিন্তু এই মেঘের নিচের মানুষগুলো কেমনে আছে , অন্তত এই বন্যা পরিস্থিতিতে?
এই সাজেক নামটাও এসেছে ত্রিপুরা-মিজোরাজ- বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল থেকে বয়ে আসা , মিজোরাম সীমান্তবর্তী রিজলাইন বরাবর বয়ে চলা এই সাজেক নদীর নামেই। অথচ দেশের কজন মানুষ জানে সাজেক একটি নদীর নাম, সাজেক পাহাড় বলে কিছু নেই।
প্রদীপের নিচে যেমন অন্ধকার থেকে, ঠিক তেমনি মেঘের সৌন্দর্যের নিচেই রয়েছে মানুষের কঠিন জীবন। সাজেক নদীই দুটো দেশের সীমান্ত নির্ধারণ করে দিয়েছে। দুপাশেই এবারের বন্যা গ্রাস করেছে ভয়ংকরভাবেই। আসলে কিছুই নেই , নদী বাড়িকে এমনভাবে ভেসে নিয়ে গিয়েছে, কোনো খড়কুটোও রেখে যায় নি এমন বাড়ির সংখ্যাও অনেক। সীমান্তবর্তী মানুষ বলে , দুর্গম অঞ্চল বলে কেউ খোজটাও নিতে আসে না। কিন্তু সৌন্দর্য দেখতে.....?
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: