খনিয়াদিঘি মসজিদ । চামচিকা মসজিদ এবং রাজবিবি মসজিদ নামেও পরিচিত। চাঁপাইনবাবগঞ্জ। Khoniadighi masjid
Автор: The Deep Explorer
Загружено: 2022-11-21
Просмотров: 257
Описание:
খনিয়াদিঘি মসজিদ বাংলাদেশের প্রাচীন মসজিদ গুলোর মধ্যে অন্যতম একটি মসজিদ। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য যেটা চাঁইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অবস্থিত। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থেকে প্রায় ৩৬ কি.মি. দূরে সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় এর অবস্থান।
খনিয়াদীঘি মসজিদ, স্থানীয়ভাবে চামচিকা মসজিদ এবং রাজবিবি মসজিদ নামেও পরিচিত। ১৪৫০ থেকে ১৫৬৫ খ্রিস্টাব্দ অবধি গৌড় ছিল তৎকালীন বাংলার রাজধানী। এ সময়ই এ মসজিদটি নির্মিত হয়েছিল। এই মসজিদের পাশে বিশাল এক দিঘি রয়েছে যার নাম খনিয়া দিঘী। এই দিঘীর নামের সাথে মিলিয়েই মসজিদটির নাম হয়েছে খনিয়া দিঘী মসজিদ।
মসজিদটিতে বিশালাকায় একটিই গম্বুজ। এই ধরণের বিশালাকায় গম্বুজের মসজিদ আমদের দেশে হাতে গোনা কয়েকটি। পূর্ব দিকের বারান্দার উপর ৩টি গম্বুজ। অর্থাৎ বারান্দার ছোট ৩ টি গম্বুজসহ এ মসজিদের মোট গম্বুজ সংখ্যা ৪টি।
খনিয়াদিঘি মসজিদে টেরাকোটার কাজের পাশাপাশি ইটের নকশাই বেশি চোখে পরে। এ এলাকার অন্য সব মসজিদের মতো এই মসজিদেরও পিলারের অংশে ও কার্নিশ বরাবর পাথরের ব্যবহার চোখে পরে। মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদের মূল কক্ষটি বর্গাকৃতির। মূল কক্ষটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য বাহিরে ৪২ ফুট এবং ভেতরে ২৮ ফুট। ৭ফুট চওড়া দেওয়ালের কারনে প্রচন্ড গরমেও এর ভিতরে ঠান্ডা পরিবেশ বজায় থাকে। এখনো এখানে নিয়মিত নামাজ আদায় করা হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: