প্রাইমারি ও BCS পরীক্ষায় আসা অংক | BCS, ব্যাংক, প্রাইমারি, NTRCA–র গুরুত্বপূর্ণ গণিত সমাধান
Автор: বর্ণমালা Academy
Загружено: 2025-11-14
Просмотров: 15
Описание:
চাকরি পরীক্ষার অংক নিয়ে অনেকেই ভয় পায়, অথচ সত্যি কথা হলো—এগুলো কখনোই রকেট সায়েন্স না। যারা ধারাবাহিক অনুশীলন করে, তারা খুব সহজেই চাকরি পরীক্ষার গণিত অংশে নম্বর তুলে নিতে পারে। এই ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ অংকগুলো একদম পরিষ্কার, ধাপে ধাপে এবং সহজ যুক্তিতে বুঝিয়েছি। BCS, ব্যাংক, সরকারি চাকরি, প্রাইমারি, NTRCA—সব ধরনের পরীক্ষায় যেসব প্রশ্ন বারবার আসে, সেগুলোকে লক্ষ্য করে এই ভিডিও তৈরি।
পরীক্ষায় গণিতের প্রশ্ন সাধারণত সময় বাঁচিয়ে সমাধান করতে হয়। তাই তত্ত্ব নয়, বাস্তব ব্যবহার—এটাই বেশি জরুরি। এখানে আমরা দেখিয়েছি কীভাবে প্রশ্ন দেখেই কোন পদ্ধতি ব্যবহার করতে হবে, কোন শর্টকাটে দ্রুত সমাধান পাওয়া যায়, আর কোন ভুলগুলো করলে অংক ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। চাকরি পরীক্ষার প্রশ্নগুলো সাধারণত বেসিক ম্যাথের ওপর ভিত্তি করে হয়, তাই এখানে বেসিক কনসেপ্ট খুব শক্ত করে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এই ভিডিওতে আলোচনা করা হয়েছে—
• অনুপাত ও সমানুপাত
• শতকরা
• লাভ-ক্ষতি
• গতি-সময়-দূরত্ব
• যৌগিক সুদ
• বীজগণিতের বেসিক কনসেপ্ট
• একাধিকের কাজের হিসাব
• সংখ্যা সম্পর্কিত সাধারণ নিয়ম
• শতকরা বাড়া-কমার বাস্তব প্রয়োগ
• পাইপ সিস্টার্ন, মিশ্রণ, বণ্টন—এসব জনপ্রিয় প্রশ্ন
প্রতিটি প্রশ্ন এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যাতে আপনি শুধু উত্তর দেখেন না—পদ্ধতি পুরোপুরি বুঝে নিতে পারেন। কারণ চাকরি পরীক্ষায় শুধু মুখস্থ করলে হবে না; প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হলে সঙ্গে সঙ্গে চিনে ফেলতে হবে কোন নিয়ম প্রযোজ্য। এখানে সেই চিন্তা করার ক্ষমতা তৈরির জন্য স্পষ্ট যুক্তি ব্যবহার করা হয়েছে।
সেটা ক্লাসিকাল পদ্ধতি না হলে শর্টকাট—দুটোই দেখানো হয়েছে।
বেশিরভাগ প্রার্থী চাকরি পরীক্ষার ম্যাথকে কঠিন ভাবে কারণ তারা খুব বেশি নিয়ম একসাথে মুখস্থ করতে চায়। এতে মাথা আরও বেশি জট পাকায়। এই ভিডিওতে অপ্রয়োজনীয় কিছু নেই—শুধু পরীক্ষায় আসা টপিকগুলোই ফোকাস করা হয়েছে, যাতে পড়ার সময় অপচয় না হয়। প্রতিটি সমস্যা ছোট ছোট ধাপে ভেঙে দেখানো হয়েছে, যাতে একবার দেখলেই লজিক মাথায় থাকে।
অনেকেই সময় ধরে রাখতে পারে না—এ কারণে ভালো অংক করা মানুষও নম্বর হারায়। ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে দ্রুত হিসাব করতে হয়, কোন প্রশ্ন আগে করা উচিত, কোনটা পরে করা যুক্তিযুক্ত। চাকরি পরীক্ষায় আপনার লক্ষ্য হওয়া উচিত কম সময়ে বেশি অংক ঠিক করা—এটা কীভাবে সম্ভব, সেটাও এখানে স্পষ্টভাবে বোঝানো হয়েছে।
এই ভিডিওতে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে—
• অংক করার সময় শর্টকাট কিভাবে ধরতে হয়
• প্রশ্ন দেখে কোন নিয়ম বসবে বুঝতে শেখা
• সময় ব্যবস্থাপনার টেকনিক
• সাধারণ ভুল এড়ানোর কৌশল
• কঠিন মনে হওয়া সমস্যাকে সহজভাবে ভাঙার নিয়ম
যারা BCS প্রিলি, ব্যাংক রিক্রুটমেন্ট, সরকারি চাকরির এমসিকিউ, প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার বা NTRCA পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন—তাদের জন্য এই ভিডিও খুবই উপকারী। এসব পরীক্ষায় গণিতের প্রশ্ন প্রায় একই ধাঁচের হয়। অনেক প্রশ্ন তো বছর বছর নতুন রুপে রিপিটও হয়। তাই এই ভিডিও দেখার পরে আপনি বুঝে যাবেন কোন জিনিসগুলো পড়লেই প্রশ্ন আসলেও ভুল হবে না।
প্রতিটি টপিকের শেষে কিছু প্র্যাকটিস প্রশ্ন দেওয়া হয়েছে যাতে আপনার শেখাটা স্থায়ী হয়। যেহেতু চাকরি পরীক্ষায় অংক করতে সময় কম থাকে, তাই এরকম নিয়মিত অনুশীলন না করলে ঠিকমতো গতি পাওয়া যায় না। ভিডিওতে দেখানো কনসেপ্ট মাথায় রেখে কয়েকদিন নিয়মিত চেষ্টা করলে আপনি নিজেই অনুভব করবেন আপনার অংক করার স্পিড কতটা বেড়ে গেছে।
এই ভিডিও দেখে আপনি—
• চাকরি পরীক্ষার সাধারণ ম্যাথ টপিকগুলো পরিষ্কার বুঝতে পারবেন
• যেকোনো প্রশ্ন দেখেই প্যাটার্ন ধরতে পারবেন
• দ্রুত সমাধান করতে পারবেন
• অপ্রয়োজনীয় নিয়ম বাদ দিতে পারবেন
• আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিতে পারবেন
অংক কঠিন না—শুধু যেভাবে শেখানো হয়, সেই পদ্ধতিটা জটিল। এখানে সবকিছু এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন সম্পূর্ণ নরমাল শিক্ষার্থীও খুব সহজে বুঝতে পারে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আপনার গণিতের দক্ষতা কয়েকগুণ বাড়বে নিশ্চিত।
যদি চান, ভবিষ্যতে আমরা আরও উন্নত লেভেলের অংক, শর্টকাট ট্রিকস, আগের বছরের প্রশ্ন সমাধান এবং মডেল টেস্ট ভিডিও আনবো। আপনার কোন টপিক নিয়ে বেশি সমস্যা—কমেন্টে জানাতে ভুলবেন না।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: