বল ও গতি। chapter 2। class 9 । part -5। নিউটনের দ্বিতীয় গতিসূত্র।F=ma। ভরই বস্তুর জড়তা। বলের একক।
Автор: Cool Physics
Загружено: 2024-02-20
Просмотров: 114
Описание:
বল ও গতি (force and motion) , chapter 2, class 9, physical science, cool physics
নিউটনের দ্বিতীয় গতি সূত্র ( Newton's second law of motion)
F=ma
নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে প্রথম গতি সূত্র প্রতিষ্ঠা:-
নিউটনের দ্বিতীয় গতিসূত্রানুসারে, প্রযুক্ত বল (F) = ভর
(m) x ত্বরণ (a)
কোনোরূপ বল প্রয়োগ না করলে অর্থাৎ F = 0 হলে, a = 0 হবে এক্ষেত্রে দুটি ব্যাপার ঘটতে পারে।
(i) a = 0 বা v-u t = 0 বা v-u = 0 বা v = u বস্তুটির অন্তিম বেগ = প্রাথমিক বেগ। অর্থাৎ বস্তুটি সমবেগে চলতে থাকবে।
(ii) যদি u = 0 হয় তবে v = 0 হবে। অর্থাৎ বস্তুটি স্থির থাকলে, স্থির অবস্থাতেই থাকবে।
অর্থাৎ বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকবে। এটিই নিউটনের প্রথম গতিসূত্র।
প্রযুক্ত বল, ভর ও ত্বরণের সম্পর্ক:-
(i) একটি নির্দিষ্ট ভরের বস্তুর ওপর যত বেশি পরিমাণ কার্যকরী বল (F) প্রয়োগ করা হয় তার বেগের পরিবর্তন তথা ত্বরণ (a) তত বেশি হয়। অর্থাৎ নির্দিষ্ট ভরের বস্তুর ক্ষেত্রে ত্বরণ প্রযুক্ত অপ্রতিমিত বলের সমানুপাতিক।
(ii) যদি ভিন্ন ভরের দুটি বস্তুর ওপর সমপরিমাণ কার্যকরী বল প্রয়োগ করা হয়, তবে হালকা বস্তুটির ত্বরণ ভারী বস্তুটির ত্বরণ অপেক্ষা বেশি হয়। অর্থাৎ বিভিন্ন ভরের বস্তুতে একই পরিমাণ অপ্রতিমিত বল প্রয়োগ করলে উৎপন্ন ত্বরণ বস্তুর ভরের ব্যাস্তানুপাতিক হয়।
প্রযুক্ত কার্যকরী বল = বস্তুর ভর × ত্বরণ
ভরই জাভ্যের পরিমাপ):-
বিভিন্ন ভরের বস্তুর ওপর একই পরিমাণ অপ্রতিমিত বল ক্রিয়া করলে কোনো বস্তুর ত্বরণ বস্তুটির ভরের ব্যাস্তানুপাতে পরিবর্তিত হয়। বস্তুর ভর যত বেশি হয় নির্দিষ্ট বলের প্রভাবে বস্তুটির গতিবেগের পরিবর্তনের হার তত কম হয়। অর্থাৎ বস্তুর জাড্য বা জড়তা তত বেশি হয়। সুতরাং, বলা যায় বস্তুর ভর যত বেশি হবে তার জাড্যও তত বেশি হবে। তাই ভরকেই বস্তুর জাড্যের পরিমাপ বলা হয়।
বলের একক:-
বলের পরম একক
নিউটন, ডাইন
বলের অভিকর্ষীয় একক
গ্রাম ভার
কিলোগ্রাম ভার
1N=100000 dyne
class 9 chapter-2 force and motion
important questions
important suggestion
science experiment
cool physics
rest and motion
Newton's second law to first law
force , mass,
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: