সুরা আল হিজর | রুকু - ০৫ | আয়াত ৬১-৭৯ | Sura Al Hijr Ruku- 05 Ayat- 61-79
Автор: প্রজ্ঞাময় কুরআন
Загружено: 2025-01-14
Просмотров: 15
Описание:
Sura Al Hijr Ruku- 05 Ayat- 61-79
সুরা আল হিজর | রুকু - ০৫ | আয়াত ৬১-৭৯ | প্রজ্ঞাময় কুরআন | ২২২ তম পর্ব
দয়াময় দয়ালু আল্লাহর নামে
৬১. এরপর যখন প্রেরিতরা লূতের পরিবারের কাছে এল;
৬২. সে বলল! নিশ্চয় তোমরা এক অপরিচিত জনগোষ্ঠী।
৬৩. তারা বলল! বরং আমরা তোমার কাছে এসেছি তা নিয়ে, যে বিষয়ে তারা সন্দেহ করেছিল।
৬৪. আর আমরা তোমার কাছে সত্য নিয়ে এসেছি। আর নিশ্চয় আমরা অবশ্যই সত্যবাদী।
৬৫. সুতরাং তুমি তোমার পরিবার নিয়ে রাতের মধ্য থেকে এক অংশে যাত্রা করো এবং তুমি তাদের পিছনে চল। আর তোমাদের মধ্য থেকে কেউ যেন ফিরে না তাকায়। আর তোমরা চলে যাও যেখানে তোমাদের আদেশ করা হচ্ছে।
৬৬. আর আমরা তাকে সেই বিষয়ের সিদ্ধান্ত দিয়ে দিলাম যে, এদের মূল কর্তনীয়, তারা প্রভাতে থাকাবস্থায়।
৬৭. আর শহরের অধিবাসীরা উল্লাস করতে করতে এল।
৬৮. সে বলল! নিশ্চয় এরা আমার অতিথি। সুতরাং তোমরা আমাকে অসম্মান কোরো না।
৬৯. এবং তোমরা আল্লাহকে ভয় করো আর আমাকে অপদস্থ কোরো না।
৭০. তারা বলল! আমরা কি তোমাকে বিশ্বসমূহের ব্যাপারে নিষেধ করিনি!
৭১. সে বলল, যদি তোমরা করতেই চাও, এইযে আমার কন্যারা।
৭২. তোমার জীবনের শপথ! নিশ্চয় তারা অবশ্যই তাদের নেশায় উদভ্রান্ত হয়ে ঘুরছিল।
৭৩. এরপর তাদের সূর্যোদয়কালে তাদেরকে প্রকম্পিত শব্দ আক্রান্ত করল।
৭৪. এরপর আমরা তার উপরকে তার নিচে করে দিলাম এবং তাদের ওপর বর্ষণ করলাম সিজ্জিল এর কঙ্কর।
৭৫. নিশ্চয় সেটার মধ্যে চিন্তাশক্তিসম্পন্নদের জন্য অবশ্যই নিদর্শনাবলী রয়েছে।
৭৬. আর নিশ্চয় সেটা অবশ্যই একটি স্থায়ী পথের পাশেই।
৭৭ . নিশ্চয় সেটার মধ্যে মুমিনদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।
৭৮. আর নিশ্চয় আইকা'র অধিবাসীরা ছিল অবশ্যই অন্যায়কারী।
৭৯. ফলে আমরা তাদের থেকে প্রতিশোধ নিলাম। আর নিশ্চয় এ দুটি একটি উন্মুক্ত পথের পাশেই রয়েছে।
উপরোক্ত আয়াতসমূহের বাংলা অনুবাদ। অনুবাদটি সংগ্রহ করা হয়েছে 'প্রজ্ঞাময় কুরআন' থেকে .
'প্রজ্ঞাময় কুরআন' মুসহাফটি সংগ্রহের জন্য যোগাযোগ করুন ০১৭১১৫৬৬০২৬ ।
প্রজ্ঞাময় কুরআনের অফিশিয়াল ওয়েবসাইট: https://www.proggamoyquran.com/
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: