লিংক- মাত্র ১০০ টি কোয়েল পাখি কিনে তা থেকে ডিম পেয়ে শখের বসে ৮ টি বছরে গড়ে তুলেছেন কোয়েল পাখির খামার
Автор: দৈনিক জানা অজানা সংবাদ
Загружено: 2025-05-18
Просмотров: 4
Описание:
লিংক- মাত্র ১০০ টি কোয়েল পাখি কিনে তা থেকে ডিম পেয়ে শখ জাগে কোয়েল পাখির খামার করার, এরপর কেটে গেছে ৮ টি বছর, গড়ে তুলেছেন কোয়েল পাখির খামার, কোয়েল পাখির খামারের জন্য ছেড়ে দিয়েছেন সরকারি চাকুরি, এ গল্প একজন তরুণ উদ্যোক্তা শাহিদুল ইসলামের, তিনি জানান সৎ ইচ্ছা ও পরিশ্রমের মাধ্যমে তিনি এখন মাসে আয় করেন লাখ টাকা।
ভয়েসওভার - ২০১৮ সালে শখের বসে ১০০ টি কোয়েল পাখি পালন শুরু করেন বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা গ্রামের শাহিদুল ইসলাম, পাখি পালনের কিছুদিনের ভিতরে ডিম দিতে শুরু করে পাখি গুলো, সেখান থেকেই মনে বাসা বাধে খামার করার, এরপর ৫০০ টি পাখি দিয়ে শুরু করেন খামার, কিন্তু শুরুর পথ টা সজহ ছিলো না তার,ছিলোনা পরিবারের কোন সম্মতি , এমনকি খামারে সময় দেওয়ার জন্য ছেড়ে দিতে হয় সরকারী চাকুরি, তবে খামার শুরু অল্প কিছুদিনের ভিতরে আসে সফলতা, এক পর্যায়ে ইনকিউবেটর মেশিন কিনে পাখির ডিম থেকে বাচ্চা ফুটানো শুরু করেন তিনি, পরে তিনি সেসব ডিম ও পাখি গ্রামের বিভিন্ন হাট -বাজারে বিক্রি শুরু করেন,, পরিচিতি পাবার পর বর্তমানে তিনি অনলাইনে মা কোয়েল খামার পেজে মাধ্যমে তিনি ডিম ও পাখি বেচাকেনা করেন, বর্তমানে সারাদেশে তিনি পাখি সরবরাহ করে থাকেন, এছাড়াও তার নিজস্ব খামারে প্রায় ৭০ হাজার পাখি আছে, যা থেকে তিনি মাসে আয় করেন প্রায় লাখ টাকার উপরে, এছাড়া তার খামারে তৈরি হয়েছে অনেক কর্মসংস্থান, সেখানে কাজ করে অনেকে হচ্ছেন স্বাবলম্বী।
ভক্সপপ - খামারী শাহিদুল ইসলাম ।
আমিনুল ইসলাম, গাবতলী, বগুড়া
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: